ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে বেকার পাঁচ হাজার পরিবহন শ্রমিক

প্রকাশিত: ০৬:৪৬, ২২ জুলাই ২০১৭

রাঙ্গামাটিতে বেকার পাঁচ হাজার পরিবহন শ্রমিক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২১ জুলাই ॥ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ৩৮ দিন পরও রাঙ্গামাটির পাঁচটি সড়ক ভারি যানবাহন চলাচলের জন্য খুলে না দেয়ায় প্রায় পাঁচ হাজার ট্রাক, মিনিট্রাক ও যাত্রীবাহী বাসের কর্মচারী অলস বসে আছে। তাদের অনেকেই অনাহারে-অর্ধহারে দিন কাটাচ্ছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক ৩৩ দিনের মাথায় সড়ক বিভাগ হাল্কা যান চলাচলের জন্য খুলে দিলেও এখনও ভারি যানবাহন চলাচল শুরু করতে না পারায় শ্রমিকরা অলস বসে দিন কাটাচ্ছে। ট্রাকচালক লোকমান জানান, তাদের ট্রাকগুলো টার্মিনালে ৩৮ দিন ধরে বসে থাকায় প্রতিনিয়ত ক্ষতি গুনতে হচ্ছে। ক্ষতি নিরূপণ ও এ বিষয়ে কাজ করার জন্য কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে ১৪ সদস্যের একটি টিম ইতোমধ্যে রাঙ্গামাটি এসেছে এবং সড়কসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। ঘন ঘন ভারি বর্ষণের ফলে নতুন করে বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা বাড়ছে, যে কারণে সড়কে হাল্কা যান চলাচল ব্যবস্থা ঠিক রাখতে সড়ক বিভাগ হিমশিম খাচ্ছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ধসে পড়া সাপছড়িতে বেইলি ব্রিজের কাজে বেশ অগ্রগতি হয়েছে। একই ভাবে খাগড়াছড়ি সড়কের আট কিলোমিটার সড়কে কালভার্ট করায় সেখানেও হাল্কা যান চলাচল করছে। মাটি ধরে রাখতে না পারায় দুটি গুরুত্বপূর্ণ সড়ক এখনও ভারি যান চলাচলের জন্য সড়ক বিভাগ খুলে দেয়নি বলে নির্বাহী প্রকৌশলী জানান।এদিকে, প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে ফের পাহাড়ধসের ঝুঁকিতে থাকায় লোকজন ভয়ে এখন আশ্রয় কেন্দ্র ছেড়ে যায়নি। মাসব্যাপী ভারি বৃষ্টিপাত হওয়ায় শহরের মানুষের মধ্যে নতুন করে পাহাড়ধসের আতঙ্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় রাঙ্গামাটিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। ডুমুরিয়ায় প্রেসার কুকারে বোমা বিস্ফোরণ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডুমুরিয়া উপজেলার ভা-াপাড়া ইউনিয়নে বান্দা গ্রামের একটি চায়ের দোকানে রেখে যাওয়া একটি প্রেসার কুকার বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আলামত দেখে পুলিশ মনে করছে ওই প্রেসার কুকারের মধ্যে বোমা রাখা ছিল। তবে এই বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে শুক্রবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ডুমুরিয়ার বান্দা গ্রামের মন্দিরের নিকটবর্তী জ্যোতিন্দ্র নাথ গাতিদারের চায়ের দোকানে কিছু লোক বসে চা খাচ্ছিলেন, গল্প করছিলেন। এ সময় এক যুবক ওই দোকানে এসে চা পান করে। এর পর তার কাছে ব্যাগের মধ্যে থাকা একটি প্রেসার কুকার ওই দোকানে রেখে সিগারেট আনার কথা বলে চলে যায়।
×