ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিশেষ অভিযানে আটক ১০৫

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুলাই ২০১৭

নীলফামারীতে বিশেষ অভিযানে আটক ১০৫

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযান ব্লক রেইডে ১০৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিচারাধীন মামলার ১৬, সাজাপ্রাপ্ত ৫, পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ এবং মাদক মামলায় ৭০, জুয়া মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১ জন রয়েছেন। এছাড়াও অভিযানে ৬৪ পুরিয়া হেরোইন, ১৪৬৭ গ্রাম গাঁজা, ১৩৩ পিস ইয়াবা, ৮৬.৫ লিটার দেশী চোরাই মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, পুলিশের এ ধরনে ব্লক রেইড অভিযান এ জেলায় অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহজাদপুরে মদকসহ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২১ জুলাই ॥ শাহজাদপুর থানা পুলিশ উপজেলায় ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে ১৪ লিটার মদ, ৭ গ্রাম হেরোইন ও ৬৫ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, বৃস্পতিবার গভীর রাতে পুলিশ উপজেলার পোরজনায় অভিযান চালিয়ে ১৪ লিটার চেলাই মদ, ৭ গ্রাম হেরোইনসহ রূপপুর নতুন পাড়ার মাদক কাউসার ও পৌর সদরের দারিয়াপুর মহল্লায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ আলীমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দিনাজপুরে মাদকসহ এ্যাম্বুলেন্স চালক গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ এ্যাম্বুলেন্স চালককে ফেনসিডিলসহ বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক খোকন রোগী আনা নেয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে এ্যাম্বুলেন্স চালক খোকনকে ফেনসিডিলসহ বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের গ্যারেজ থেকে গ্রেফতার করে। শুক্রবার গ্রেফতারকৃত খোকনকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
×