ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ ও বরিশালে কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৫:৫৪, ২২ জুলাই ২০১৭

মুন্সীগঞ্জ ও বরিশালে কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদরের পূর্ব নয়াগাঁও থেকে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোজাম্মেল ফিশিং বোট থেকে ১ লাখ টাকার মূল্যের কারেন্ট জাল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবৈধ এ জাল পোড়ানোর হয়। মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী জানান, শুক্রবার সকালে মোজাম্মেল ফিশিং বোট থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিকভাবে মূল্য ১ লাখ টাকা। এ সময় কারখানায় মোজাম্মেলের স্ত্রী পারভীন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে পনের শ’ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি খাবার হোটেলে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ অভিযান চালিয়ে পনের শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে জালগুলো জনসম্মুখে ভস্মীভূত করা হয়। এছাড়া বন্দরের বাগদাদ হোটেলের মালিককে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
×