ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোমবার থেকে নৌযান শ্রমিক ধর্মঘট ॥ এফবিসিসিআইয়ের গভীর উদ্বেগ

প্রকাশিত: ০৫:৫৪, ২২ জুলাই ২০১৭

সোমবার থেকে নৌযান শ্রমিক ধর্মঘট ॥ এফবিসিসিআইয়ের গভীর উদ্বেগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী সোমবার থেকে নৌযান শ্রমিক ফেডারেশন দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করায় এফবিসিসিআই গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংগঠনটি মনে করে, নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এ ধর্মঘটের ফলে দেশের নৌ পরিবহন ব্যবস্থা এবং পণ্য পরিবহন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভোগ্যপণ্যসহ আমদানিকৃত সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে। এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজজটের ফলে জাহাজগুলোকে দীর্ঘ সময় বন্দরে অবস্থান করতে হচ্ছে। এর ফলে জাহাজ জেটিতে ভিড়তে অস্বাভাবিক বেশি সময় লাগছে এবং কন্টেনার ভাড়া বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে পণ্য খালাসও মারাত্মক বিঘিœত হচ্ছে। এতে পণ্যের দাম বেড়ে যাওয়াসহ ব্যবসা পরিচালনাও কষ্টকর হয়ে পড়ছে। দেশের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতিতে বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে এফবিসিসিআই। চোখ থেকে বের হলো- যুক্তরাজ্যে ছানি অপারেশন করতে গিয়ে এক নারীর চোখ থেকে বের হয়েছে ২৭টি কন্ট্যাক্ট লেন্স। চোখে ‘ছানি’ পড়েছে ভেবে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন ৬৭ বছরের ওই নারী। পরীক্ষার পর দেখা যায় চোখের মধ্যে আটকে রয়েছে কন্ট্যাক্ট লেন্সগুলো। প্রথমে ১৭টি কন্ট্যাক্ট লেন্স দেখা গেলেও আরও ভালভাবে পরীক্ষার পর দেখা যায় সংখ্যাটি আসলে ২৭। -সিএনএন নতুন প্রজাতির ডাইনোসর না-পাখি, না-সরীসৃপ। বরং বলা যায় উভয়েরই মাঝামাঝি। উচ্চতায় প্রায় মানুষ সমান। দেখতে অনেকটা সত্যজিৎ রায়ের ‘চঞ্চু’র মতো। বিজ্ঞানীরা জানালেন, আদতে এটি ডাইনোসর। শুধু দেখতে পাখির মতো। কানাডার আলবার্টায় এমনই এক অদ্ভুত দর্শন শিকারীর সন্ধান পেলেন জীবাশ্মবিদ ফিলিপ জে কুরি। নিজের নামের সঙ্গে মিলিয়েই এই প্রজাতির নাম রাখলেন আলবার্টাভেনাটর কুরি, অর্থাৎ ‘কুরির আলবার্টা শিকারী।’ -আনন্দবাজার পত্রিকা
×