ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শৈলকুপায় বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ২২ জুলাই ২০১৭

শৈলকুপায় বজ্রপাতে দুজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২১ জুলাই ॥ ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে ওয়াজেদ আলী (৫০) ও রতন মোল্লা (৪০) নামে দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও দু’জন। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের পাশের বিলে পাট জাগ দেয়ার সময় তাদের উপর এ বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের বাসিন্দা। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, হতাহতরা গ্রামের পাশের বিলে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই রতন ও ওয়াজেদ মোল্লার মৃত্যু হয়। আহত হয় আকিদুল ইসলামসহ আরও দু’জন। আকিদুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিক্যালে রেফার করা হয়েছে। কাল নিনমাসর ১৫ কেন্দ্রে ষাটোর্ধ ও মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে আগামীকাল ২৩ জুলাই রবিবার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালনের অংশ হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এ্যান্ড এ্যালাইড সায়েন্সেস (নিনমাস), শাহবাগ, ঢাকাসহ ঢাকার মিটফোর্ড, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, দিনাজপুর, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, বগুড়া, কুমিল্লা ও কক্সবাজারে অবস্থিত ১৫টি পরমাণু চিকিৎসা কেন্দ্রে নিনমাস ৬০ উর্ধ বয়সী রোগী এবং মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি
×