ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেনাপ্রধানের দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫৩, ২২ জুলাই ২০১৭

সেনাপ্রধানের দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারডিটের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনীপ্রধানের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৮ জুলাই ৩ দিনের সরকারী সফরে দক্ষিণ সুদান গমন করে। সেনাবাহিনীপ্রধান দক্ষিণ সুদান পৌঁছলে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে সেনাপ্রধান দক্ষিণ সুদানের ডিফেন্স ও ভেটেরান এ্যাফেয়ার্স মিনিস্টার ও চীফ অব ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নির্ধারণ ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তিনি দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশন আনমিসের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফ্র্যান্ক মুশয় কামানজি অব রুয়ানডার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে ফোর্স কমান্ডার দক্ষিণ সুদানে নিয়োজিত ইউএন মিশনে আনমিস অন্যান্য কন্টিনজেন্টের মধ্যে বাংলাদেশী সেনাসদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। -আইএসপিআর যুক্তরাজ্য সফর শেষে ফিরেছেন বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যে সরকারী সফর শেষে গত ২০ জুলাই রাতে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার। বিমানবাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটো (রিয়াট)-২০১৭’-এ অংশগ্রহণ করার জন্য গত ১১ জুলাই যুক্তরাজ্যে যান। ঐ দেশে অবস্থানকালে বিমানবাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানগণের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘এয়ার পাওয়ার কনফারেন্স’-এ অংশগ্রহণ করেন। এছাড়া তিনি সামরিক ও বেসামরিক উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও পেশাগত বিষয়ে মতবিনিময় করেন। -আইএসপিআর
×