ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চারঘাটে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৪৬, ২২ জুলাই ২০১৭

চারঘাটে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া উচ্চ বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শেখ রাসেলকে স্মৃতির পাতায় অম্লান করে রাখতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার শলুয়া উচ্চ বিদ্যালয়ে এ ল্যাব উদ্বোধন করা হলো। এখন থেকে এ স্কুলের শিক্ষার্থী ও এলাকার লোকজন ল্যাবে বসেই সারাবিশ্বের খবর জানতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আদরের ছোট ভাই শেখ রাসেলকেও হত্যা করে ঘাতকরা। সেদিন সে তার মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু কুচক্রী মহল সে দিন জাতির পিতা তার পরিবার এমনকি ছোট্ট রাসেলকেও বাঁচতে দেয়নি। সেই রাসেলকে স্মৃতির পাতায় অম্লান করে রাখতে চারঘাটের শলুয়া স্থাপন করা হলো শেখ রাসেল ডিজিটাল ল্যাব। শাহরিয়ার আলম বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে সামনের দিনে এ অঞ্চলের প্রতিটি স্কুল-কলেজে ল্যাব স্থাপন করা হবে। উন্নয়নের নামে কেউ কোন ধরনের দুর্নীতির আশ্রয় নিলে কঠোর হাতে তা দমন করা হবে। তিনি বলেন, সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা খাতে। বর্তমান সরকারের সময় যে উন্নয়ন হয়েছে তা অতীতের সব ধরনের রেকর্ড ছাড়িয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মখলেছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু প্রমুখ। এর আগে ৫৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার চক গোচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিকেলে তিনি চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ করেন।
×