ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম ফ্লাইট সোমবার

হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ২২ জুলাই ২০১৭

হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী

আজাদ সুলায়মান ॥ হজে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। নতুন সাজে সজ্জিত আশকোনা হজক্যাম্প শুক্রবার বরণ করে নিয়েছে সাড়ে ৮শ’ হজযাত্রী। তাদের উপস্থিতিতেই আজ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন হজক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম। তিনি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাবেন দেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীকে। আগামী সোমবার সকাল ৮টায় উড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। এ সব যাত্রী বহন করবে দুটো এয়ারলাইন্স বিমান ও সউদিয়া। বিমান ইতোমধ্যেই ৬৩ হাজার ১২০ জন হজযাত্রী পরিবহনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। ওই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে (বিজি- ১০১১) ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাবেন। একই দিন যাবে সাউদিয়া এয়ারের একটি ফ্লাইট। এদিকে গতকাল শুক্রবার আশকোনা হজক্যাম্পের সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সংসদীয় কমিটির সভাপতি বিএইচ হারুণ, আলহাজ নজিবুল বাশার মাইজভা-ারি ও হাব মহাসচিব শাহাদত হোসাইন তসলিম। হজক্যাম্পের সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শনের পর সাংবাদিককের মুখোমুখি হন তারা। এ সময় ধর্মমন্ত্রী ঘোষণা দেন এবার হজযাত্রীদের বর্ধিত বিমান ভাড়া বাতিল করেছেন প্রধানমন্ত্রী। কাজেই এবার হাজীদের এ টাকা পরিশোধ করতে হবে না। উল্লেখ্য নতুন বাজেটের পর ট্রাভেল ট্যাক্স বৃদ্ধি পাওয়ায় তা হাজীদের কাছ থেকে কেটে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এতে হজযাত্রী, এজেন্সি ও হাব সদস্যদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়। হাব মহাসচিব শাহাদত হোসেন তসলিম জানান, হাবের পক্ষ থেকে প্রতিটি হজযাত্রীর সেন্টিমেন্ট প্রধানমন্ত্রীকে অবহিত করার পরই তিনি বর্ধিত ভাড়ার বিষয়টি বিবেচনায় নেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সে ঘোষণাই আজ দিয়েছেন। শুক্রবার সকালে আশকোনা হজক্যাম্পে গিয়ে দেখা যায়, এবার হজযাত্রীদের রিপোর্টিং সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিজনেস অটোমেশানের সহায়তায় ক্যাম্পের ভেতরে দুটো মনিটরে গাইডের উপস্থিতিতেই হাজীরা নিজের আইডি নাম্বার ঢুকিয়ে জেনে নিচ্ছেন ব্যক্তিগত সব তথ্যাবলী। আইডি নাম্বার পুশ করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছেন প্রিন্টআউট। সেটা নিয়েই তিনি ওপরের ডরমিটরিতে নিজের সিটে ওঠার প্রবেশাধিকার পান। শুক্রবার সাড়ে ৮ শ’ হজযাত্রীই রিপোর্ট করেছেন ক্যাম্পে। তাদের ভিসাও ইতোমধ্যে ইস্যু হয়ে গেছে। এ ক্যাম্পেই ব্যালটি হজযাত্রীদের কমপক্ষে চারদিন থাকতে হয়। এ সময় তাদের ঢাকা থেকে মক্কা মদীনা ও জেদ্দায় পৌঁছার সময়সূচী, আচরণ বিধি, হজের আহকাম, আরকান, রুকন, প্রয়োজনীয় মাসয়ালা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিশেষ ব্রিফিং দেয়া হয়। আশকোনা হজক্যাম্প মসজিদে প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর পরই হজযাত্রীদের উদ্দেশে বিশেষ বয়ান দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিজ্ঞ আলেম, মুফতি, মাওলানা ও অভিজ্ঞ হাজীরাই এ দায়িত্ব পালন করেন। হজক্যাম্পের ভেতরেই স্থাপন করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ অপারেশন ডেস্ক। এখানেই হজযাত্রীদের টিকেট কাটা ও আপডেট করা হয়। এবার বিমানের প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই সকাল ৭টা ৫৫ মিনিটে (বিজি-১০১১) ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন। নির্ধারিত সময়ে নির্বিঘেœ হজ ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয়সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ঢাকা থেকে সরাসরি মদীনায় বেশ কয়েকটি ফ্লাইট অপারেট করবে বিমান। এতে হজযাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে। এ বছর হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন (ব্যালটি ও নন-ব্যালটি) জেদ্দা যাবেন। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য ইতোমধ্যেই নিজস্ব বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৪০৬ আসনের লিজে বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ হজযাত্রীদের পারাপার করবে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সিডিউল ফ্লাইটেও কিছু হজযাত্রী যাবেন। এ বছর বুকিং নিশ্চিত করে সিডিউল ঠিক রাখার জন্য বিমান অর্ধেক ভাড়া অগ্রিম নিচ্ছে। কারণ গত কয়েক বছর ধরে হজ্ব এজেন্টগুলো অগ্রিম বুকিং দিয়েও প্রথম দিকে হজযাত্রীর ফ্লাইট বাতিল করায় বিমানকে শ্লট হারাতে হয়। এতে শেষের দিকে বিমান বেশ বিপাকে পড়ে। ওই অবস্থা এড়াতে এবার বিমান অগ্রিম ভাড়া আদায় করে নিচ্ছে। জানা যায়, বাংলাদেশ থেকে এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরব যাবেন। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রীদের ইকোনমি ক্লাসে বিমান ভাড়া এক হাজার ৪৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা। দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় সিডিউল ফ্লাইটসহ মোট ৩৪৬টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ২৮৩টি ‘ডেডিকেটেড’ এবং ৬৩টি সিডিউল ফ্লাইট। ২৪ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মোট ১৭৭টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৪৪ এবং সিডিউল-৩৩)। হজযাত্রীদের দেশে ফিরতে ১৬৯টি ফ্লাইট চলবে ছয় সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত (ডেডিকেটেড-১৩৯ এবং সিডিউল-৩০)। বিমান ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত ৯ লাখ ৩২ হাজার ৭৭৭ জন হজযাত্রী বহন করেছে। এ সম্পর্কে বিমানের পরিচালক আলী আহসান বাবু জানান, এ বছর নতুন নিয়ম অনুযায়ী হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের (জেদ্দা থেকে বাংলাদেশ) ব্যাগেজ জেদ্দা এয়ারপোর্টে চেক-ইনের সময় গ্রহণ করা হবে না। এর পরিবর্তে তা আগেভাগেই মক্কা ও মদিনায় বিমান নির্ধারিত স্থানে ও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে, যা বিমানের ব্যবস্থাপনায় সংশিষ্ট হাজযাত্রীদের বহনকারী ফ্লাইটেই পরিবহন করা হবে। ডেডিকেটেড হজ ফ্লাইটসমূহের চেক-ইন, ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা প্রতিবারের ন্যায় এবারও হজক্যাম্পেই সম্পন্ন করা হবে। তবে সিডিউল ফ্লাইটের হজযাত্রীদের যাত্রা-পূর্ব আনুষ্ঠানিকতা যথানিয়মে বিমানবন্দরে সম্পন্ন করা হবে। ঢাকা থেকে যাত্রার আগে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দেয়া হবে, যা পাসপোর্টের সঙ্গে সংরক্ষণ করতে হবে। তিনি জানান, এবার প্রত্যেক যাত্রী বিনামূল্যে সর্বাধিক দু’টি ব্যাগ ও একটি হাতব্যাগ বহন করতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে দু’টি ব্যাগের ওজন ৫৬ কেজির বেশি হতে পারবে না। আবার একটি ব্যাগের ওজন ২৮ কেজির বেশি হতে পারবে না। বিজনেস ক্লাসের যাত্রী ছাড়া অন্যদের ক্ষেত্রে দু’টি ব্যাগের ওজন ৪৬ কেজির বেশি হতে পারবে না। আবার একটি ব্যাগ ২৩ কেজির বেশি হতে পারবে না। প্রত্যেক হজযাত্রী কেবিন ব্যাগেজে সাত কেজির বেশি মালামাল সঙ্গে নিতে পারবেন না।এ ছাড়া প্রত্যেক হজযাত্রীর জন্য পাঁচ লিটার করে জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে। তারা ঢাকায় ফিরে আসার পর তাদের হাতে তা দেয়া হবে। হজযাত্রীরা নিজেদের সঙ্গে করে বিমানে পানি বহন করতে পারবেন না। এছাড়া তারা ধারালো বস্তু ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, কান পরিষ্কারক, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু এ্যারোসল এবং ১০০ এমএলের বেশি তরল পদার্থ হাতব্যাগে বহন করতে পারবেন না এবং কোন প্রকার খাদ্যসামগ্রীও সঙ্গে নিতে পারবেন না। এদিকে এবারই বিমান অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছতার মাধ্যমে এজেন্সিগুলোর মাঝে হজের টিকেট বিতরণ করা হয়। এতে ছোট বড় সবাইকে প্রয়োজন অনুযায়ী টিকেট প্রদান করা হয়েছে। এ সম্পর্কে হাব সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন তসলিম জানান, এবার হজ্রে টিকেট নিয়ে কোন অনিয়মন বা নয়ছয় হবে না বলে মনে হচ্ছে। বিমানের মার্কেটিং শাখা অত্যন্ত সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে এবার টিকেট বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এতে ছোট বড় সবাই মোটামুটি সন্তোষ্ট। এতে এবার টিকেট মধ্যস্বত্বভোগী হিসেবে ফায়দা লুটার সম্ভাবনা কম। সরেজমিনে দেখা যায়, শুক্রবার আশকোনা হজ ক্যাম্প মসজিদে আসা হজযাত্রীদের সঙ্গে জুমার নামাজে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের সঙ্গে নামাজ আদায়ের পর তাদের কুশলাদি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি জনকণ্ঠকে জানান, হজের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং সমবার ফ্লাইট শুরু। এখন পর্যন্ত কোন ধরনের অনিয়ম বা অভিযোগ মেলেনি। সবই চলছে প্রত্যাশা অনুযায়ী। ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, হজ অফিসের প্রতিটি কর্মকর্তা কর্মচারী দিবারাত্রি অক্লান্ত পরিশ্রমের ফলেই সবই চমৎকারভাবে করা হয়েছে। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে হজ পরিচালক সাইফুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। হজ অফিস জানিয়েছে, মক্কা মদীনায় ও জেদ্দায় হাজীদের চিকিৎসা ও অন্যান্য সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সৌদি আরবে পাঠানো হয়েছে মেডিক্যাল ও প্রশাসনিক টিম। এতে মক্কায় বাংলাদেশী হজযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৬৭ সদস্যবিশিষ্ট হজ মেডিক্যাল দল কাজ করছে।
×