ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী হাসপাতালে সুষম বণ্টন নেই রোগী শয্যার

প্রকাশিত: ০৫:৪৪, ২২ জুলাই ২০১৭

সরকারী হাসপাতালে সুষম বণ্টন নেই রোগী শয্যার

নিখিল মানখিন ॥ সরকারী হাসপাতালগুলোয় রোগী শয্যার সঙ্কট রয়েই গেছে। সর্বশেষ সরকারী পরিসংখ্যানেও এই চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি জনসংখ্যানুপাতে দেশের সরকারী হাসপাতালের শয্যাগুলোর সুষম বণ্টন হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সকলের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বিভাগওয়ারি জনসংখ্যা হিসেবে মেডিক্যাল কলেজ, সেকেন্ডারি ও টারশিয়ারি (জেলা, উপজেলা ও বিশেষায়িত) পর্যায়ের হাসপাতাল স্থাপন অত্যাবশ্যক। কিন্তু জনসংখ্যানুপাতে এসব হাসপাতাল স্থাপিত হচ্ছে না। বর্তমানে দেশে ১২৮ সরকারী হাসপাতালে মোট শয্যা সংখ্যা ২৯ হাজার ৪২৬। এর মধ্যে ঢাকা বিভাগে প্রায় অর্ধশত হাসপাতালে ১১ হাজারেরও বেশি শয্যা রয়েছে। ঢাকা বিভাগে প্রতি ১৫ হাজার ৮৮৮ মানুষের জন্য একটি শয্যা বরাদ্দ রয়েছে। অপরদিকে খুলনা বিভাগে প্রতি ৪২ হাজার ৪২১ জনের জন্য একটি শয্যা বরাদ্দ। জাতীয় গড় হিসেবে মেডিক্যাল কলেজে প্রতি ১২ হাজার ৩৯ জন ও টারশিয়ারি ও সেকেন্ডারি পর্যায়ের হাসপাতালে প্রতি ৯ হাজার ৫৬৫ জনের জন্য ১টি করে শয্যা রয়েছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হেলথ বুলেটিন ২০১৬-তে এ তথ্য উঠে এসেছে। বর্তমানে দেশে ১২৮টি হাসপাতালের মধ্যে ১৩টি বক্ষব্যাধি হাসপাতালে শয্যা সংখ্যা ৮৬৬টি। একইভাবে ১টি ডেন্টাল কলেজ হাসপাতালে ২০০টি, ৬৫টি জেলা সদর হাসপাতালে ১০ হাজার ৩২৮টি, ২টি অলটারনেটিভ মেডিসিন হাসপাতালে ২০০টি, ৫টি সংক্রামক ব্যাধি হাসপাতালে ১৮০টি, ৩টি কুষ্ঠ হাসপাতালে ১৩০টি, ১৪টি মেডিক্যাল কলেজে ১২ হাজার ৯৬৩টি, ৫টি ট্রমা সেন্টারে ১০০টি, ২টি ৫০ শয্যার হাসপাতালে ১০০টি, ১১টি বিশেষায়িত সেবা স্নাতকোত্তর ইনস্টিটিউট ও হাসপাতালে ৩ হাজার ১৮৪টি, ৪টি বিশেষায়িত হাসপাতালে ৯৫০টি ও অন্যান্য ৩টি হাসপাতালে ১৫৫টি শয্যা রয়েছে। ১৪টি সরকারী মেডিক্যাল কলেজে মোট ১২ হাজার ৯৬৩ শয্যার মধ্যে ঢাকা বিভাগে ৫ হাজার ৫৫০টি, চট্টগ্রামে ১ হাজার ৮১৩টি, রাজশাহীতে ১ হাজার ৭০০টি, রংপুরে ১ হাজার ৫০০টি, বরিশালে ১ হাজার, সিলেট বিভাগে ৯০০টি ও খুলনায় ৫০০ শয্যা রয়েছে। অপরদিকে সেকেন্ডারি ও টারশিয়ারি পর্যায়ের হাসপাতালে মোট ১৬ হাজার ৩১৫টি শয্যার মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ৭৫৪টি, চট্টগ্রামে ২ হাজার ৩৫০টি, রাজশাহীতে ১ হাজার ৬৮০টি, খুলনায় ২ হাজার ১৫টি, রংপুরে ৯৯০টি, বরিশালে ৬৯০টি ও সিলেট বিভাগে ৮৩৬টি শয্যা রয়েছে।
×