ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাউকে দলে নেয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪১, ২২ জুলাই ২০১৭

কাউকে দলে নেয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন ॥ প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ কাউকে দলে নেয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিছু লোক আওয়ামী লীগ হয়ে আমাদের দলে ঢুকে নানা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়ে দল ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। দলে নেয়ার আগে তার উদ্দেশ্য কী সেটাও ভাল করে জানা উচিত। কারও বিষয়ে বিস্তারিত না জেনে যেসব নেতারা এসব ব্যক্তিদের দলে নিয়ে পদ-পদবী দিচ্ছে, তারা আসলে অমার্জনীয় অপরাধ করছেন। সবাইকে মনে রাখতে হবে তারা আসেন দলে পদ নিতে, তারা পদ নিয়ে দলের ও সরকারের ক্ষতি করবেই। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ নিয়ে আগৈলঝড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সালমানের বিরুদ্ধে মামলার বিষয়টি তোলেন মনোনয়ন বোর্ডের কয়েকজন সদস্য। এ সময় প্রধানমন্ত্রী দল থেকে মামলা দায়েরকারী ওবায়েদ উল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়ে এসব কথা বলেন বলে জানা গেছে। বৈঠক সূত্রগুলো আরও জানান, বৈঠকে বিষয়টি উত্থাপিত হলে প্রধানমন্ত্রী মামলা দায়েরকারী সম্পর্কে জানতে চান। তিনি বরিশাল বিভাগের দায়িত্বে থাকা নেতাদের বলেন, তার বিষয়ে খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিন। ইউএনওর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সাজু বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। প্রধানমন্ত্রীর নির্দেশের পর দলের গঠনতন্ত্রের ৪৭ (ক) অনুচ্ছেদ অনুযায়ী এ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজুকে সাময়িক বহিষ্কার করা হয়। তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে দু’একদিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। কারণ দর্শানোর নোটিসের জবাব দেয়ার জন্য বহিষ্কৃত এ্যাডভোকেট সাজুকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আগামী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। বৈঠকের পর সাজুকে বহিষ্কারের কথা গণমাধ্যমকে জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন) মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে কয়েকটি ইউনিয়ন পরিষদ ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম, রায়পুরে মোঃ রেজাউল করিম নান্নু, রামনাথপুরে মোঃ ছাদেকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার কসবা উপজেলার খাড়েরা ইউপিতে কবির আহম্মদ খান, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা দক্ষিণে মোঃ আব্দুল মালেক, চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায় চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মোঃ দিদারুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।
×