ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল কাল

প্রকাশিত: ০৫:৪০, ২২ জুলাই ২০১৭

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল কাল

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল রবিবার প্রকাশ হচ্ছে দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেয়ার পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে দেশের সার্বিক ফলের চিত্র তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনের পরপরই সারাদেশের পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। বরাবরের মতো এবারও যে কোন মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইলে ফল জানিয়ে দেয়া হবে। পরীক্ষার্থীরা নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) থেকে ফল জানতে পারবে। যে কোন মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফল জানতে অষওগ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর বা গঅউ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে ঞঊঈ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। রাজধানীতে ভারতীয় শিক্ষা মেলা শুরু ঢাকায় শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক দু’দিনব্যাপী শিক্ষা মেলা। ভারতের বিশ্ববিদ্যালয় এবং আবাসিক স্কুলগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের সহজে অধ্যয়নের তথ্যাদি জানাতে এ মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা মেলার উদ্বোধন করেন। মেলায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুল অংশ নিয়েছে। মেলার মূল উদ্দেশ্য ভারতে অধ্যয়নে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের সহজে সঠিক তথ্য দেয়া। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। মেলার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা জেনে নিতে পারছেন ভারতের প্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রক্রিয়া ও অধ্যয়নে সুযোগ-সুবিধার কথা। আয়োজকরা জানিয়েছেন, মেলায় কোর্স ফি, ইনস্টলমেন্ট সিস্টেম, কোর্সের ডিমান্ড সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা আজ শেষ হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।
×