ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর খবরে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৮:১৮, ২১ জুলাই ২০১৭

সোনারগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর খবরে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ে পুরান টিপুরদীতে জোসনা নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। সকালে টিপুরদীর ইউসান গার্মেন্টের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলায় ওই কর্মীর মৃত্যু হয়েছে দাবি করে এ মহাসড়ক অবরোধ করে। উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়। টিপুরদীর ইউসান গার্মেন্টসে বুধবার রাতে জোসনা নামে এক শ্রমিকের স্ট্রোক করে। তাকে গার্মেন্টস কর্তৃপক্ষ মোগরাপাড়া চৌরাস্তায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে ওই শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে।
×