ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এজলাসকক্ষে ভাংচুর

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় পাঁচ আইনজীবীকে মাফ করে দিল হাইকোর্ট

প্রকাশিত: ০৮:০৫, ২১ জুলাই ২০১৭

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় পাঁচ আইনজীবীকে মাফ করে দিল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ আদালতের এজলাসকক্ষে ভাংচুর, বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে বিঘœ সৃষ্টির ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় পাঁচ আইনজীবীকে ক্ষমা করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বেঞ্চ অফিসাররা অনৈতিকভাবে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত কি-না, সে বিষয়ে তদন্ত করতে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, বিআরটিসির বিভিন্ন পদে পাঁচ শ’ ৩৭ জনকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে সুপ্রীমকোর্টের আইনজীবী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে গুলশান ১নং শপিং সেন্টার কমপ্লেক্স মার্কেটের দোকানদারদের সাত দিনের মধ্যে বিদ্যুত সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় পাঁচ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। তৈমুর আলমকে অব্যাহতি বিআরটিসির বিভিন্ন পদে পাঁচ শ’ ৩৭ জনকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে সুপ্রীমকোর্টের আইনজীবী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। আদালতে তৈমুর আলম খন্দকারের পক্ষে ছিলেনÑ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, এএসএম মোঃ আলী, মিতা ইয়াসমিন ও ব্যারিস্টার মার-ইয়াম খন্দকার। মার্কেটে বিদ্যুত সংযোগের নির্দেশ গুলশান ১নং শপিং সেন্টার কমপ্লেক্স মার্কেটের দোকানদারদের সাত দিনের মধ্যে বিদ্যুত সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রাজউক ও ডেসকো গুলশান অফিসকে এ নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অত্যাধুনিক বিল্ডিং তৈরি করা হলে স্পেস অনুযায়ী বাজারমূল্যের চারভাগের একভাগ টাকা পাবেন ভূমির মূল মালিক। ওই মার্কেটের দোকানদাররা যদি সাব-কবলা অনুযায়ী ভূমির মালিককে টাকা পরিশোধ করে দেয় তাহলে সাত দিনের মধ্যে তাদের দোকান বুঝিয়ে দিতে বলেছে আদালত। ওই মার্কেটে সাত শ’ ২৫টি দোকান রয়েছে বলে জানান আইনজীবী।
×