ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি ইসিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ॥ কামরুল

প্রকাশিত: ০৭:৪২, ২১ জুলাই ২০১৭

বিএনপি ইসিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ॥ কামরুল

বিশেষ প্রতিনিধি ॥ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। কারণ সুষ্ঠু নির্বাচনকে বিএনপি ভয় পায়। তিনি বলেন, নির্বাচনের প্রশ্নে সংবিধানের বাইরে কারও সঙ্গে কোন আপোষ করবে না আওয়ামী লীগ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানী যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। বিএনপির উদ্দেশে কামরুল ইসলাম বলেন, অহেতুক কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না। ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনাদের সব কর্মকা- আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। উল্টোপাল্টা করলে খবর আছে। তিনি বলেন, জনগণ বিএনপিকে ক্ষমতায় আসতে দেবে না জেনে বিএনপি নেতারা নির্বাচনকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। বিএনপি ঈদের পর আন্দোলনের ডাক দিলেও তাদের রাজপথে দেখতে না পাওয়ার সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘অহেতুক আন্দোলনের হুমকি দেবেন না। আমরা জানি আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি আপনাদের নেই।’ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতার উচ্ছিষ্ট নিতে বিএনপিতে একদল কাক জমা হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বের করে দিয়েছিলেন, আর এই উচ্ছিষ্ট নিতে রাজনৈতিক কাকগুলো গিয়ে বিএনপিতে জমা হয়েছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কারও আবদার পূরণ করার জন্য সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না। সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার কোন ফর্মুলাই গ্রহণ করা হবে না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনে না এসে নির্বাসনে গেলে আমাদের কি করার আছে। এবার নির্বাচন না করে নির্বাসনে চলে যাবেন; আর ফিরতে পারবেন না। সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট সাজোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ন্যাপ ভাসানীর সভাপতি এমএ ভাসানী, জাতীয় পার্টির (জেপি) নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
×