ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৬:৫৭, ২১ জুলাই ২০১৭

আইনী পরামর্শ

প্রশ্ন : আমার ইঁংরহবংং চধৎঃহবৎ আমার কাছ থেকে ৫ লাখ টাকা খড়ধহ নিয়ে পরিশোধের দিন ধার্যক্রমে আমার নামে ৫ লাখ টাকার একটি চেক দেয়। ধার্যকৃত তারিখে ব্যাংকে চেকটি উপস্থাপন করলে ওহংঁভভরপরবহঃ ভঁহফ -এর কারণে চেকটি উরংযড়হড়ঁৎ হয়। আমি কি ধরনের আইনগত প্রতিকার প্রার্থী হব? জেরিন সুলতানা, খিলগাঁও উত্তর : ঞযব ঘবমড়ঃরধনষব ওহংঃঁঁৎসবহঃ অপঃ/ ১৮৮১-এর ১৩৮ ধারার বিধান মোতাবেক, উক্ত আইনের প্রসিডিউর ফলো করে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে পিটিশন মামলা অথবা চবহধষ ঈড়ফব, ১৮৬০-এর ৪০৬ ও ৪২০ ধারার বিধান মোতাবেক থানায় ঋ,জ দায়েরক্রমে প্রতিকার প্রার্থী হতে পারেন। গড়হবু ঝঁরঃ-এর মাধ্যমেও অর্থ উদ্ধার করা যাবে। প্রশ্ন : আমার বাবা-চাচারা দুই ভাই, উভয়ে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ৬ একর করে জমির মালিক। তাদের যৌথ নামে একটি খতিয়ানে ১২ একর সম্পত্তি রেকর্ডভুক্ত হয়। আমার চাচা নিজ অংশ ৬ একর বিক্রির পর অন্য তৃতীয় ব্যক্তিকে দিয়ে উক্ত খতিয়ান সংশোধনের জন্য মামলা করে আমার বাবা ও চাচার বিরুদ্ধে। বাবার নোটিস কৌশলে গোপন করে। বাদীর সঙ্গে আঁতাত করে চাচা ওই খতিয়ান ভুল বলে মামলায় স্বীকার করে এবং সোলেনামা দেয় যে, ৩ একর জমি প্রকৃত পক্ষে আমার বাবা-চাচাদের জমি নয়, ভুলে তাদের খতিয়ানে রেকর্ডভুক্ত হয়। অতঃপর সেই মতে ডিগ্রীও হয় এবং ডিগ্রী মতে থানা ভূমি অফিসে আমার বাবার ৩ একর জমির জন্য ওই ডিগ্রীপ্রাপ্ত তৃতীয় ব্যক্তির নামে নতুন খতিয়ান সৃজিত হয়। আমরা কিছুই জানতাম না। নাজমুল কবীর, গফর গাঁও, ময়মনসিংহ উত্তর : জ্ঞাত হওয়ার তারিখ হতে তিন বছরের মধ্যে সোলেনামা মূলে প্রদত্ত ডিগ্রী যোগসাজশী ও তঞ্চকতাপূর্ণ ঘোষণার এবং আপনার/ আপনাদের ওপর বাধ্যকর নহে মর্মে প্রার্থনায় দেওয়ানী আদালতে মামলা করতে হবে। পাশাপাশি অ.উ.ঈ (জবাবহঁব)-এর কাছে নামজারি খতিয়ানের বিরুদ্ধে আপীল মামলাও দায়ের করতে পারেন। উক্ত আপীলে নামজারি খতিয়ানের কার্যক্রম ঝঃধু করার প্রার্থনাও করতে পারেন।
×