ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিন্স-টিশার্ট এনেছে ভিন্নমাত্রা

প্রকাশিত: ০৬:৫৪, ২১ জুলাই ২০১৭

জিন্স-টিশার্ট এনেছে ভিন্নমাত্রা

ঋতু পরিবর্তনে এখন চলছে বর্ষাকাল। থেমে থেমে বৃষ্টি হলেও বাইরে কিন্তু ভাবসা গরমভাব। আর সঙ্গে যখন তখন বৃষ্টিতো আছেই। কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েরা কিন্তু এ সময় চাইবেই নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে। আরামদায়ক এবং মানানসই এই পোশাক কিন্তু এই বয়সে সবসময় আধুনিক। তবে আমাদের দেশীয় সংস্কৃতি অনুযায়ী একটু ঢিলেঢালা টিশার্ট আর সঙ্গে একটা ওড়না থাকলে আপনি একেবারে পরিপাটি। তবে লোকের কথায় কান দিবেন না। দিন বদলেছে। সময় এখন সামনে চলার। আর নিজের মতো করে চলার। নিজের যা কিছু পছন্দ তা রুচিশীলভাবে উপস্থাপন করাই তো ফ্যাশন। আপনাকে অবশ্যই রুচির ব্যাপার মাথায় রাখতে হবে। অথবা আপনার ফ্যাশন কিন্তু ভেস্তে যাবে। ধরুন, আপনি নীল জিন্স পরলেন আর সঙ্গে লাল টিশার্ট। এটাতে কিন্তু আপনার ফ্যাশন স্টেটমেন্ট প্রকাশ পাবে না। আপনাকে নীল জিন্সের সঙ্গে সাদা শার্ট কিংবা টিশার্ট পরুন। এতে আপনাকে ক্লাসিক এবং অধিক ফ্যাশনেবল দেখাবে। আপনার সঙ্গে যে সাইজ মানিয়ে যায় সেটাই পরাই উচিত। ক্যাজুয়াল লুকের জন্যই সবাই টি-শার্ট বেছে নেয়। কিন্তু তারপরও যদি কেউ কিছুটা স্টাইলিশ লুক আনতে চান তবে ভিন্ন কাটের টি-শার্ট পরতে পারেন। স্বাস্থ্যের ধরণ বুঝে টি-শার্ট নির্বাচন কিছুটা ঢোলা টি-শার্টই এখন চলছে। সবচেয়ে বড় কথা হল, যেই টি-শার্ট পরে আপনি সবচেয়ে আরাম এবং যেই ডিজাইন আপনাকে মানিয়ে যায় সেটাই নির্বাচন করা উচিত। হাতার ধরন অনেক সময় ভিন্ন ধরনের হাতার মাঝেই স্টাইলের পরিবর্তন বোঝা যায়। আপনি নিজেও স্টাইলে বৈচিত্র্য আনতে ভিন্ন ভিন্ন ধরনের হাতার (লং, হাফ সিøভলেস, ফুল সিøভ) টি-শার্ট কিনতে পারেন। নিজের পছন্দগুলো নির্বাচন করুন নিজের ওয়ারড্রব দেখলেই বুঝতে পারবেন আপনার পছন্দের ধরন কোনগুলো। অনেক কার্টুন আঁকাসহ টি-শার্ট, হ্যালো কিটি কিংবা পছন্দের সুপারহিরোর ছবিসহ টি-শার্ট কিনতে পারেন। প্রাধান্য দিন পছন্দের রং অনেক মেয়েই লাল রং খুব পছন্দ করেন। তাদের আলমিরাতেও লাল রঙের পোশাকের আধিক্য দেখা যায়। টি-শার্ট কিনতেও তাই লালের দিকেই চোখ পরে তাদের। তবে কাল, নীল রঙের টি-শার্টে আপনাকে কিছুটা চিকন লাগবে। তবে যদি লাল-কমলা-হলুদের মতো গাড় রং মানিয়ে যায় তবে সেটাই পরা উচিত। গায়ের রঙের ধরন বুঝেও টি-শার্ট বেছে নিতে পারেন। ফলো করুন চলতি ট্রেন্ড বেশ ঢোলা কিংবা সিøম-কাট টি-শার্টই এখন ট্রেন্ড। আলাদা লুক আনতে ব্যবহার করতে পারেন ব্যাগি টি-শার্টও। ক্লাসিক লুকের টি-শার্ট ক্লাসিক লুকের টি-শার্টের ধরন বুঝে কিনতে হবে। – সিøভ যেন খুব বেশি নিচে নেমে না থাকে। - খুব বেশি নিচের দিকে নেমে থাকা টি-শার্টও বেছে নেয়া উচিত নয়। - খেয়াল রাখতে হবে একেবারে ঢোলা কিংবা খুব বেশি সিøম-টাইটও যেন না হয়। যেখানে পাবেন রাজধানীর প্রতিটি শপিংমলেই জিন্স আর টিশার্টেও পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিশেষ করে নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা পিউচার পার্কে পাবেন লেটেস্ট ডিজাইন আর পিন্টের টিশার্ট আর জিন্স। এ ছাড়া ফ্যাশন হাউস ইয়ালো, এক্সটাসি, আড়ংসহ আরও কিছু হাউস রয়েছে যেখানে এশন পোশাক পাওয়া যাবে। এখান থেকে জিন্স কিনলে দাম পরবে ১২০০ থেকে ৩০০০ টাকা। আর টিশার্টের দাম পরবে ৪০০ থেকে ১০০০ টাকা। গাউছিয়া কিংবা নিউ মার্কেট থেকে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে জিন্স কিনতে পারবেন। আর টিশার্ট কিনতে হলে আপনাকে গুনতে হবে ২০০ থেকে ৫০০ টাকা।
×