ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্সেনালের কাছে হার জার্মান চ্যাম্পিয়নদের

বেয়ার্নের অধিনায়ক নিউয়ের

প্রকাশিত: ০৬:২৬, ২১ জুলাই ২০১৭

বেয়ার্নের অধিনায়ক নিউয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান জাতীয় দল থেকে ফিলিপ লামের অবসর নেয়ার পর দেশটির অধিনায়কত্ব পান তারকা গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের। তবে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ায় লামই এতদিন ছিলেন বেয়ার্ন মিউনিখের অধিনায়ক। গত মে মাসে লাম সব ধরনের ফুটবলকে বিদায় জানান। এরপর থেকে অনুমিতই ছিল নিউয়ের হতে যাচ্ছে বেয়ার্ন অধিনায়কের দায়িত্ব। অবশেষে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে বিষয়টি নিশ্চিত করেছেন। বেয়ার্ন চেয়ারম্যান বলেন, আমাদের এক নম্বর পছন্দই হচ্ছেন নিউয়ের। তিনি নিজেকে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি লামের কাছ থেকে আর্মব্যান্ড গ্রহণ করবেন। জাতীয় দলের হয়ে তিনি বেশ ভালভাবেই নিজের উন্নয়ন ঘটিয়েছেন। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও এ ছাপ রেখেছেন। পায়ের ইনজুরির কারণে বর্তমানে বেয়ার্নের চীন ও সিঙ্গাপুর সফরের দলে নেই নিউয়ের। তার অনুপস্থিতিতে বর্তমানে চীন সফরকারী দলের নেতৃত্ব দিচ্ছেন টমাস মুলার। দলটি বুধবার সাংহাইয়ে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছে ইংলিশ জায়ান্ট আর্সেনালের কাছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। আগামী ১৮ আগস্ট শুরু হতে যাওয়া বুন্দেসলিগার ম্যাচে নিউয়ের দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ২০১৭-১৮ মৌসুমে টানা ষষ্ঠ লীগ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ঘরোয়া ফুটবলে অংশ নিবে বাভারিয়ানরা। ২০১১ সালে বেয়ার্নে যোগ দেয়া নিউয়ের ক্লাবটির ইতিহাসে চতুর্থ গোলরক্ষক যিনি নেতৃত্ব দিবেন। এর আগে ক্লাবটির নেতৃত্ব দেয়া গোলরক্ষকরা হলেন অলিভার কান, রাইমন্ড আওমান ও সেপ মাইয়ের।
×