ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০০ মিটারে নামবেন না বোল্ট

প্রকাশিত: ০৬:২৬, ২১ জুলাই ২০১৭

২০০ মিটারে নামবেন না বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিদায়ের বিরহ বাতাস বইতে শুরু করেছে। আর বেশিদিন একটিভ এ্যাথলেট হিসেবে উসাইন বোল্টের নাম শুনবে না কেউ। আগস্টের শুরুতেই ক্যারিয়ারের ইতি ঘটবে সর্বকালের সেরা এ ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটের। ইতিহাসের সবেচেয়ে গতিধর এ মানব ইতোমধ্যেই নিজ দেশ জ্যামাইকার ট্র্যাক থেকে বিদায় নিয়েছেন। স্প্রিন্ট কিংবদন্তি বিদ্যুত বোল্ট লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্বচ্যাম্পিয়নশিপসে অংশ নেয়ার পরই অবসরে যাবেন। আর এই বিদায়ী আসরে শুধু ১০০ মিটার স্প্রিন্ট এবং দলগত ৪ী১০০ মিটার রিলেতে দৌড়াবেন বোল্ট। অংশ নেবেন না ২০০ মিটার স্প্রিন্টেও অম্লান বিশ্ব রেকর্ডধারী এ জ্যামাইকান গতি তারকা। বোল্ট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মোনাকোয় নিজের শেষ ডায়মন্ড লীগ মিটে নামার আগে তিনি এটি জানিয়েছেন। অবসর নেয়ার সময় ঘনিয়ে আসছে। আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপস শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জগত থেকে বিদায় নেবেন জ্যামাইকান গতি তারকা বোল্ট। এই অবসরের পর জীবনকে উপভোগ করতে চান সর্বকালের সবচেয়ে গতিধর এ মানব। টোকিওতে ২০২০ সালের অলিম্পিকে অংশ নেয়া হবে না এ কিংবদন্তির। কিন্তু সেখানে দর্শক হিসেবে থেকে সবগুলো ইভেন্ট উপভোগ করবেন। বিশ্ব আসরের আগে আর মাত্র একটি শহর বোল্টের গতির প্রতিযোগিতা দেখতে পারবে। মোনাকোয় আজ আরেকটি ডায়মন্ড লীগ মিটে অংশ নেবেন তিনি। মূলত অবসর নেয়ার আগে শেষ মুহূর্তে ভক্তদের কিছুটা আনন্দ দেয়ার ইচ্ছা তার। একইসঙ্গে দীর্ঘদিন যে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বিচরণ করেছেন সেখানে শেষবারের মতো উপভোগ করতে চান রেসগুলো। এরপর ৪ থেকে ১৩ আগস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপস। সেটার জন্য প্রস্তুতি শুরু করবেন। আগে জানিয়েছিলেন বিশ্ব আসরে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন তিনি। ১১টি পদক জিতেছেন তিনি বিশ্ব আসরে আর অলিম্পিকে ৮টি (৯টি থেকে একটি ফিরিয়ে দিতে হয়েছে)। এখন তিনি ২০০ মিটার বাদ রাখছেন। এ বিষয়ে বোল্ট বলেন, ‘আমার মূল লক্ষ্য শুধু জয় পাওয়া লন্ডনে। আমি শুধু জয় নিয়েই অবসরে যেতে চাই।’
×