ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি আন্তঃহল সাঁতার

অমর একুশে ও শামসুন নাহার হল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:২৬, ২১ জুলাই ২০১৭

অমর একুশে ও শামসুন নাহার হল চ্যাম্পিয়ন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৪তম আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের বিভাগে অমর একুশে হল, ছাত্রীদের বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের বিভাগে জগন্নাথ হল এবং ছাত্রীদের বিভাগে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল রানারআপ হয়েছে। ছাত্রদের বিভাগে অমর একুশে হলের সাইফুল ইসলাম রাসেল এবং ছাত্রীদের বিভাগে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের জাকিয়া জাহান সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুপুরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃহল সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সকালে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিলা-সাগর-জুয়েলের হাঙ্গেরি যাত্রা ওয়ার্ল্ড সুইমিং স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক সাঁতার সংস্থা ফিনার ব্যবস্থাপনায় ১৪-৩০ জুলাই পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্টে ‘ফিনা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হচ্ছে। এই আসরে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের তিন সাঁতারু অংশ নিতে বৃহস্পতিবার বিমানযোগে হাঙ্গেরি যাত্রা করেন। এরা হলেন : জুয়েল আহমেদ (ইভেন্ট : ১০০ মিটার ব্যাকস্ট্রোক, ২৪ জুলাই এবং ৫০ মিঃ ব্যাকস্ট্রোক, ২৯ জুলাই), মাহফুজা খাতুন শিলা (ইভেন্ট : ৫০ মিঃ ব্রেস্টস্ট্রোক, ২৯ জুলাই এবং ৫০ মিঃ ফ্রি স্টাইল, ২৯ জুলাই) এবং মাহফিজুর রহমান সাগর (ইভেন্ট : ১০০ মিঃ ফ্রি স্টাইল, ২৬ ও ২৭ জুলাই এবং ৫০ মিঃ ফ্রি স্টাইল, ২৮ জুলাই)। স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ শুক্রবার দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় স্থানীয় পর্যায়ের মোট ৫০ শাটলার অংশ নেবেন। শুক্রবার বিকেল ৫টায় যুব ও ক্রীড়া সচিব (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
×