ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহিলা ইউরো ফুটবলে সহজ জয় স্পেনের

টেইলরের হ্যাটট্রিকে বড় জয় ইংল্যান্ডের

প্রকাশিত: ০৬:২৪, ২১ জুলাই ২০১৭

টেইলরের হ্যাটট্রিকে বড় জয় ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য কীর্তি গড়লেন ইংল্যান্ডের মহিলা ফুটবল জোডি টেইলর। মহিলা ইউরো ফুটবলের ইতিহাসে ২০ বছর পর হ্যাটট্রিক করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। বুধবার চলমান মহিলা ইউরোর ‘ডি’ গ্রুপের ম্যাচে টেইলরের হ্যাটট্রিকে ভর করে ইংল্যান্ড ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডকে। গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালকে সহজেই ২-০ গোলে হারিয়েছে স্পেন। টেইলের সৌজন্যে বিশ বছর পর মহিলা ইউরোতে হ্যাটট্রিক দেখতে পেয়েছেন ভক্তরা। সর্বশেষ ১৯৯৭ সালে মেয়েদের ইউরোতে হ্যাটট্রিক দেখা গিয়েছিল। ম্যাচে ইংলিশদের অন্য তিনটি গোল করেন হোয়াইট, নবস ও ডুগান। পুরো ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলা ইংল্যান্ড স্কটিশদের রীতিমতো নাজেহাল করে ছাড়ে। টেইলর হ্যাটট্রিক করেন ম্যাচের ১১, ২৭ ও ৫৩ মিনিটে গোল করে। হোয়াইট গোল করেন ৩২ মিনিটে। নবসের গোলটি আসে ৮৭ মিনিটে। আর ডুগান শেষ গোলটি করেন ৯৪ মিনিটি। ম্যাচ শেষে উৎফুল্ল টেইলর বলেন, হ্যাটট্রিক করতে পেরে আমি খুব খুশি। আমরা কেবলই মিশন শুরু করেছি। আমরা ট্রফিটা উঁচিয়ে ধরতে চায়। এ জন্য ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পর্তুগালের বিরুদ্ধে স্পেন গোল দু’টি পায় ম্যাচের প্রথমার্ধেই। ২৩ মিনিটে লোসাডা গোমেজের পর ৪২ মিনিটে আরেকটি গোল করেন স্যাম্পেড্রো বুস্টোস। এদিকে আত্মঘাতী গোলে গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে কোস্টারিকা। আর এল সালভাদরকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। কোস্টারিকা ও পানামার মধ্যকার শেষ আটের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হতে যাচ্ছিল। ম্যাচের ৭৭ মিনিটে গাজমানের শট নিজেদের ডি বক্সের মধ্যে থাকা পানামা ডিফেন্ডার গুডয় হেডের সাহায্যে ক্লিয়ার করতে চেয়েছিলেন। কিন্তু তার মাথায় লেগে বলটি উল্টো নিজেদের জালে জড়িয়ে যায়। ফলে ০-১ গোলে পিছিয়ে যায় পানামা। ম্যাচের শেষদিকে এসে এই গোল হজমের ফলে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ঘটেনি পানামার। ফলে ১-০ গোলের জয় নিয়ে শেষ চারে জায়গা করে নেয় কোস্টারিকা। এ জয়ের ফলে সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে তারা। শেষ আটের আরেক ম্যাচে এল সালভাদরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দুটি গোলই পেয়েছে প্রথমার্ধের শেষ চার মিনিটে। ম্যাচের ৪১ মিনিটে ওমর গঞ্জালেজ করেন প্রথম গোল। ৪৫ মিনিটে এরিক লিচাজ দ্বিতীয় গোল করে মার্কিনীদের জয় নিশ্চিত করেন।
×