ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩১ জুলাই থেকে শুরু ওয়াশিংটন ওপেন

ওয়াইল্ড কার্ড পেলেন হ্যালেপ-রাওনিক

প্রকাশিত: ০৬:২৩, ২১ জুলাই ২০১৭

ওয়াইল্ড কার্ড পেলেন হ্যালেপ-রাওনিক

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই শেষ হলো মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডন। সেই টুর্নামেন্ট শেষে অনেক টেনিস তারকাই এখন বিশ্রামে সময় পার করছেন। তবে আগামী ৩১ জুলাই থেকেই শুরু হতে যাচ্ছে ডব্লিউটিএ ওয়াশিংটন ওপেন। সেই টুর্নামেন্টের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং পুরুষ এককে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা কানাডার মিলোস রাওনিক এবং বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ। বুধবার ওয়াশিংটন ওপেনের আয়োজক কর্তৃপক্ষই এ বিষয়টি নিশ্চিত করেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্টে রাজত্ব করছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো তারকারা। কিন্তু ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে গত বছর ধরেই কোর্টের বাইরে ছিলেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল শারাপোভা। মা হওয়ার কারণে দীর্ঘদিন টেনিস থেকে বিরতি নিয়েছিলেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাও। অন্যদিকে অন্তঃসত্ত্বা সেরেনা উইলিয়ামস এখনও কোর্টের বাইরেই অবস্থান করছেন। আর এই সময়ে টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন সিমোনা হ্যালেপ। দুর্দান্ত খেলে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়েই থেমে যান হ্যালেপ। সদ্য সমাপ্ত উইম্বলডনেও কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু শেষ আটের লড়াইয়ে গ্রেট ব্রিটেনের জোহানা কন্টার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন এই রোমানিয়ান তারকা। বর্তমানে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ২৫ বছর বয়সী এই টেনিস তারকা। তাই তাকে ওয়াশিংটনে খেলার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। প্রমীলা খেলোয়াড়দের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন সেøায়ানে স্টিফেন্সও। ২০১৫ সালে যিনি তার ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পান এই ওয়াশিংটন ওপেনেই। বাঁ পায়ের ইনজুরির কারণে গত ১১ মাস কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন আমেরিকান টেনিসের এই প্রতিভাবান তারকা। এর ফল হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৯০১ নাম্বারে ছিটকে গেছিলেন তিনি। গত জানুয়ারিতে সার্জারি করা সেøায়ানে স্টিফেন্স উইম্বলডন দিয়েই কোর্টে ফিরেন। কিন্তু স্বদেশী এ্যালিসন রিস্কের কাছে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন সেøায়ানে স্টিফেন্স। এছাড়াও ওয়াশিংটনে খেলবেন ২০১৪ উইম্বলডনের রানার্সআপ ইউজেনি বাউচার্ড এবং রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন পুয়ের্তো রিকোর মনিকা পুইগ। এদিকে পুরুষ এককে ওয়াইল্ড কার্ড পেয়েছেন কানাডার মিলোস রাওনিক। যিনি ২০১৪ সালে ওয়াশিংটন ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন। সদ্য সমাপ্ত উইম্বলডনেও বেশ ভাল খেলেছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তার। শেষ পর্যন্ত সুইস কিংবদন্তি রজার ফেদেরারই অবশ্য রেকর্ড অষ্টম উইম্বলডন জিতে নতুন ইতিহাস গড়েন। ক্যারিয়ারের রেকর্ড ১৯তম গ্র্যান্ডসøাম জিততে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা ফাইনালে হারান ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে। রাওনিক ছাড়াও ওয়াশিংটনে খেলার আমন্ত্রণ পেয়েছেন তিনবারের চ্যাম্পিয়ন জুয়ান মার্টিন ডেল পোত্রো। আর্জেন্টাইন তারকা সর্বশেষ ওয়াশিংটন ওপেনের শিরোপা জেতেন ২০১৩ সালে। এছাড়াও আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবেন জাপানের কেই নিশিকোরি, গ্রিগর দিমিত্রোভ এবং আলেক্সান্ডার জেভরেভ। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। যার বর্তমান চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার। জার্মান টেনিসের এই প্রতিভাবান তারকা গত বছরটা দারুণ উপভোগ করেছেন। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার ফল হিসেবেই সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষস্থান হারিয়েছেন তিনি। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছে এক নাম্বার স্থানটি হারিয়ে বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছেন এ্যাঞ্জেলিক কারবার।
×