ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাগুয়েরো কোথাও যাচ্ছে না ॥ গার্ডিওলা

প্রকাশিত: ০৬:২১, ২১ জুলাই ২০১৭

এ্যাগুয়েরো কোথাও যাচ্ছে না ॥ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপীয় ফুটবলে চলছে জমজমাট দলবদল। এই সময়ে জোর গুঞ্জন শোনা যায় সার্জিও এ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাচ্ছেন ইপিএলের বর্তমান শিরোপাধারী চেলসিতে। তবে সিটি কোচ পেপ গার্ডিওলা জানিয়ে দিয়েছেন, আর্জেন্টাইন স্ট্রাইকার কোথাও যাচ্ছেন না। শুধু তাই নয়, গোলরক্ষক ক্লডিও ব্রাভোও সিটিতে থাকছেন বলে জানিয়েছেন। দলবদলে হানা পড়েছে রিয়াল মাদ্রিদ শিবিরেও। দলটির দু’জন ফুটবলারের বিদায় নেয়া একপ্রকার নিশ্চিত। অবশ্য দু’জনই রিয়ালের সেরা একাদশের না। বদলি হিসেবেই খেলে থাকেন বেশিরভাগ সময়। এরপরও রিয়ালের সাফল্যের মূলে আছেন তারা। কেননা অন্য দলে তারা সেরা একাদশে খেলার যোগ্যতা রাখেন। কিন্তু রিয়ালের তারকাসমৃদ্ধ লাইনআপে তাদের সেরা একাদশে জায়গা হয় না। এরা হলেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডানিলো। মোরাতাকে দলে নিতে রিয়ালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। আর ডানিলোকে নিতে চেলসি ও ম্যানসিটি। ২০১৪-১৬ পর্যন্ত ইতালির ক্লাব জুভেন্টাসে কাটিয়ে গত বছর জুনে রিয়ালে ফিরেন মোরাতা। গত মৌসুমে ২০ গোল করে দলের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ে অবদান রাখেন স্পেনের এই স্ট্রাইকার। ক্যারিয়ারের শেষটা বার্নাব্যুতে করার ইচ্ছা থাকলেও সেটা হলো না। আপসোস থাকলেও বিদায়বেলায় রিয়াল কোচ জিনেদিন জিদান ও সমর্থকদের শুভকামনা জানাতে ভোলেননি। মোরাতা বলেন, আমি তাকে (জিদান) সবকিছুর জন্য ধন্যবাদ দিয়েছি। নতুন মৌসুমের জন্য শুভকামনা জানিয়েছি। আর সব সমর্থকদের ধন্যবাদ আমাকে এত সমর্থন দেয়ার জন্য। আমি সবসময় মাদ্রিদের জন্য সেরাটাই চাইব। সিটি কোচ গার্ডিওলা জানিয়েছেন, এবারের দলবদলে তিন থেকে চারজন নতুন খেলোয়াড় দলভুক্ত করার চিন্তা-ভাবনা আছে তাদের। এ্যাগুয়েরোর ভবিষ্যত সম্পর্কে আগ্রহের কারণেই গার্ডিওলা বলেন, সে আমাদের খেলোয়াড়। এ্যাগুয়েরো আমাদের এখানেই থাকছেন। বেশ কিছুদিন থেকেই আর্সেনালের চিলিয়ান তারকা এ্যালেক্সি সানচেজকে দলে নেয়ার বিষয়টি নিয়ে বেশ জোর গুঞ্জন শুরু হয়েছিল। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারও বলেছিলেন, সানচেজকে তারা ছাড়ছেন না। এই প্রসঙ্গ টেনে গার্ডিওলা বলেন, সানচেজ আর্সেনালের খেলোয়াড়। এ কারণেই ওয়েঙ্গার তার সম্পর্কে ভালভাবে জানেন বলেই এই ধরনের মন্তব্য করেছেন। তেমনি আমিও জানি, এ্যাগুয়েরো কোথাও যাবে না। সে সিটির খেলোয়াড়, সিটিতেই থাকবে। সাবেক বার্সা কোচ বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের কথা মাথায় রেখে আরও তিন থেকে চারজন খেলোয়াড়ের সাথে সিটির আলোচনা চলছে। তারা সবাই বয়সে তরুণ। আমাদের হাতে এখনও খেলোয়াড় নেবার পথ খোলা আছে। তবে যেহেতু এখনও চুক্তি সম্পন্ন হয়নি। এ কারণেই অন্য ক্লাবগুলোর প্রতি শ্রদ্ধা রেখে এ ব্যাপারে কিছু বলা ঠিক হবে না। রিয়াল ডিফেন্ডার ডানিলো ও মোনাকোর বেঞ্জামিন মেন্ডির প্রতি আগ্রহের বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন গার্ডিওলা। কিন্তু চুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত না হওয়ায় তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। গার্ডিওলা অবশ্য স্বীকার করেছেন দলবদবল নিয়ে অনিশ্চয়তা তার দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলছে। তার মতে ইউরোপীয় ট্রান্সফার মার্কেটের সময়সমীমা অবশ্যই আরও ছোট করা উচিত। যেন সেটা নতুন মৌসুম শুরুর আগেই বন্ধ হয়ে যায়। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো ৩১ আগস্ট পর্যন্ত উন্মুক্ত থাকে। প্রাক-মৌসুমে এমন কিছু খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলতে হয় যাদের কেউ কেউ হয়তো পরবর্তীতে দল ছেড়ে চলে যায়। কিংবা যাদের দলভুক্ত করা হয় তাদের সময়মত দলে পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয় যেখানে আসলে কিছুই করার থাকে না।
×