ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেলে নিয়োগ দুর্নীতি, ৫ মামলায় মৃধার জামিন

প্রকাশিত: ০৬:০৭, ২১ জুলাই ২০১৭

রেলে নিয়োগ দুর্নীতি, ৫ মামলায় মৃধার জামিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫টি মামলায় জামিন পেয়েছেন পূর্বাঞ্চলীয় রেলের আলোচিত সাবেক জিএম ইউসুফ আলী মৃধা। পূর্ব রেলের কার্পেন্টার, সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ট্রেড এপ্রেনটিস, রেকর্ড কিপার ও শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে মামলাগুলো হয়েছিল। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নুরের আদালত এ আসামির জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, একই অভিযোগে করা পাঁচ মামলাতেই জামিন পেয়েছেন অপর আসামি রেলের সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া। তাছাড়া আরেকটি মামলায় জামিন পান সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী। তবে জামিন পেলেও মৃধাসহ আসামিদের বিরুদ্ধে আরও মামলা থাকায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না। দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ইউসুফ আলী মৃধাসহ আসামিরা নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি করেছেন। তারা কৃতকার্য প্রার্থীকে অকৃতকার্য এবং অকৃতকার্য প্রার্থীকে কৃতকার্য দেখিয়ে নিয়োগ দিতে চেয়েছিলেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়, মামলাগুলোতে এখনও অভিযোগ গঠিত হয়নি। অথচ, তারা তিনবছর ধরে কারাগারে আছেন। এর মধ্যে যে দুই মামলায় সাজা হয়েছে, তা দুই বছরের। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে ইউসুফ আলী মৃধাসহ আসামিদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, রেলের পূর্বজোনের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে দেশজুড়ে আলোচিত হন তৎকালীন জিএম ইউসুফ আলী মৃধা। ২০১২ সালের ৯ এপ্রিল রাতে ঢাকার পিলখানায় ঢুকে পড়ে তৎকালীন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহন করা গাড়ি। সে গাড়িতে পাওয়া যায় ৭০ লাখ টাকা। টাকাগুলো নিয়োগ বাণিজ্যের বলে অভিযোগ ওঠে। ওই গাড়িতে জিএম মৃধাও ছিলেন। এ নিয়ে বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মোট ১৪টি মামলা হয়। তন্মধ্যে অবৈধ অর্থ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাও রয়েছে। ২০১৪ সালের ১৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন আলোচিত মৃধা। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
×