ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জুলাই ২০১৭

উবাচ

আসলেই! স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সম্প্রতি ছেলে তারেক রহমানকে দেখতে লন্ডন গিয়েছেন। এই সফরের নানা রকম ব্যাখ্যা হচ্ছে। সরকারী দল বলছে আর ফিরবেন না, ভয় পেয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ভয় তিনি আগেও পান নাই এখনও পান না। বরং দলের খ-কালীন ব্রিফিংয়ের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশে ফিরলে গণআন্দোলনের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার জবাব দেয়া হবে। তাহলে কি বিএনপি চেয়ারপার্সন আন্দোলন কৌশল রপ্ত করতেই লন্ডন গেছেন। দুদু বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে অন্য রাষ্ট্রের সহায়তা পাওয়া যায়। কিন্তু দেশের এবারের বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অন্য কোন রাষ্ট্রের সহায়তা বা ত্রাণ পাওয়া যায়নি। কেউ এদেশের পাশে এসে দাঁড়ায়নি। কারণ সবাই জানে কতটা অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অদ্ভুত বিষয় সাহায্য, সহযোগিতাকে যারা মাঝে মধ্যে ভিক্ষা বলে অবিহিত করে তারাই এখন তা পায়নি বলে মায়া কান্না করছে। রোডটা কই স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এই মানচিত্রে নির্বাচন পর্যন্ত পৌঁছানোর কোন রাস্তা খুঁজে পাচ্ছে না বিএনপি। ইসির রোডম্যাপ ঘোষণার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কপালে চিন্তার রেখা একে বলেছেন এর মধ্যে রাস্তা কই? তিনি বলেছেন, কোন আলোচনা না করে এই রোডম্যাপ দিয়ে তো সমস্যার সমাধান হবে না। রোডটা তো থাকতে হবে। এখন পর্যন্ত আমরা রোড দেখতে পারছি না। সুতরাং ম্যাপ তো পরের প্রশ্ন। একাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে রবিবার ইসির ‘রোডম্যাপ’ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন ফখরুল। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকার প্রয়োজন, সেই সহায়ক সরকার গঠনের ব্যাপারে আলোচনা বড় প্রয়োজন এই মুহূর্তে। বেকুব স্টাফ রিপোর্টার ॥ বহুদল ভেঙ্গে বহুদল গড়ে বহুদল ছেড়ে এককালের জনপ্রিয় ছাত্র নেতা এখনও বিশেষ কারো কারো প্রিয় মাহমুদুর রহমান মান্না বলেছেন তিনি বেকুব ছিলেন বলেই আওয়ামী লীগে গিয়েছিলেন। দুইবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন মান্না। কিন্তু একবারও তরী তীরে ভেড়াতে পারেননি। মান্না সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেয়াকে নিজের বোকামি বলেনই মনে করছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বেলেছেন আওয়ামী লীগের ‘স্বরূপ’ বুঝতে বেশি সময় লাগেনি তার। মান্না বলেন, নৌকায় (আওয়ামী লীগ) তো আমিও ছিলাম। ড. কামাল নৌকা থেকে নেমেছেন, সেই নৌকায় আমিও চড়েছি। বেকুব না হলে করে এরকম। স্বাধীনতার পর আওয়ামী লীগের বিরোধী হয়ে জন্ম নেয়া জাসদে ছিলেন মান্না। জাসদ ভাঙ্গার পর বাসদে যোগ দেন তিনি, বাসদ ভাঙলে এর একটি অংশ আকড়ে ধরেন তিনি। দুই বার ডাকসুর ভিপি নির্বাচিত হন। নব্বইয়ের পর আওয়ামী লীগে যোগ দেন মান্না, দলটির সাংগঠনিক সম্পাদকও হন তিনি। জরুরী অবস্থার সময় সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হওয়ার পর আওয়ামী লীগের পদ হারান মান্না। পরে অবশ্য মান্না বলেছেন বেকুব বলা নাকি তার রসিকতা ছিল।
×