ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পরাজিত হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জুলাই ২০১৭

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পরাজিত হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে এবং তখন তারা পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমি বিএনপির মহাসচিব হিসেবে আশ্বস্ত করছি, আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। তাহলে জনগণ শান্তিপূর্ণভাবে আপনাদের বিদায়ের বিষয়ে বিবেচনা করবে। তিনি বলেন, গোটা দেশের মানুষ আজ আওয়ামী লীগের দুঃশাসনের জাঁতাকলে পড়েছে। বিএনপি নেতাকর্মীদের গুম হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, কার কাছে আজ বিচার চাইব। কার কাছে চাইব জবাব। গোটা দেশের মানুষ আজ আওয়ামী দুঃশাসনের জাঁতাকলে পড়েছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এসব নির্মূল করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজয়ের মাধ্যমে দেশে বিরাজমান জুলুম, অত্যাচার ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা আহাম্মকও বিশ্বাস করবে না বলে মন্তব্য করে ফখরুল বলেন, খালেদা জিয়া মামলার ভয় করেন না। যিনি গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন তিনি হচ্ছেন খালেদা জিয়া। কাজেই আওয়ামী লীগের নেতাদের বলবো খালেদা জিয়া বন্দুকের নলে ক্ষমতায় আসেননি। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছেন। ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আজকে যারা বলছেন খালেদা জিয়া আর দেশে ফিরবেন না তারাও জেলখানায় কান ধরে উঠবস করে বলেছিলেন আর রাজনীতি করব না। তাই এ ধরনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখবেন। এ ধরনের কথাবার্তা বলে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। এ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, এ জন্য বিএনপি সহায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। যাতে করে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যাতে প্রতারণা করে আবার ক্ষমতায় না আসতে পারে সে জন্য জনগণকে সচেতন করতে হবে। বিএনপি বিশ্বাস করে চিরকাল কোন দুঃশাসন টিকে থাকতে পারে না। এই সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ হিটলারের দলকেও অতিক্রম করেছে। অথচ মাঝে মাঝে দেশে-বিদেশে চিৎকার করে বলে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী হেল্প সেলের পক্ষ থেকে গুম, খুন ও নির্যাতনের শিকার ৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহতথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুব দলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ। খালেদা জিয়া দেশে ফিরলে গণতন্ত্রের ফয়সালা হবে -দুদু খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরলে গণতন্ত্রের ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদু বলেন, অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশে ফিরলে গণআন্দোলনের মাধ্যমে জবাব দেয়া হবে। তিনি বলেন, এ সরকার বানভাসি মানুষের পাশে দাঁড়াতে চায় না, অন্যদের দাঁড়াতে দেয় না। তিন মাস আগে হাওড় অঞ্চলে ত্রাণ দিতে ব্যর্থ হয়েছে, পাহাড় ধসের ঘটনায় বিএনপি মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতারা ত্রাণ দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়েছে। আমরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চাই কিন্তু সরকার আমাদের সে সুযোগ দিতে চায় না। আয়োজক সংগঠনের সহসভাপতি একে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, কবির মুরাদ, কৃষক দলের মাইনুল ইসলাম প্রমুখ। মুক্তি পেলেন জয়নুল আবদিন ফারুক নাশকতার চার মামলায় জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় তিনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান। এর আগে ১৮ জুলাই নাশকতার চার মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। ২০১৫ সালে সরকারবিরোধী হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় পল্টন থানায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। চলতি মাসের ২ তারিখ মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফারুক। আদালত জামিন না নিয়ে তাকে কারাগারে পাঠায়।
×