ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা দেশের মানুষ মেনে নেবে না ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৬, ২১ জুলাই ২০১৭

লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা দেশের মানুষ মেনে নেবে না ॥ কাদের

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহণযোগ্য হবে না। খালেদা জিয়া লন্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছে। তিনি বলেন, মেইড ইন লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না। তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিনিধি সভা উপলক্ষে শহরের একটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সভায় মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের প্রধান সড়ক টি এ রোড থেকে কুমারশীল মোড় পর্যন্ত যানবাহন চলাচল সীমিত রাখা হয়। ঈদের পর বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, এ পর্যন্ত ১৭টি ঈদ পার হলেও বিএনপি সাড়ে ৮ বছরে সাড়ে ৮ মিনিটও মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি-সামর্থ্য নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরা গাঙ্গে জোয়ার আসবে না। তিনি আরও বলেন, বিএনপি আসলে ভয় পায় এ দেশের জনগণকে। নির্বাচনে হেরে যাবে ভেবে এখন নানাভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার খেলায় মেতে উঠেছে। সদস্য সংগ্রহ সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাধারণ মানুষের কছে গ্রহণযোগ্য নয় এমন কাউকে আপনারা সদস্য বানাবেন না। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ। প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি নায়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম ও সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাতসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মোঃ মনির হোসেন। এর আগে বেলা ১১টায় মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিতব্য নতুন সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
×