ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৫ জুলাই শপথ

ভারতের নতুন রাষ্ট্রপতি কোবিন্দ

প্রকাশিত: ০৫:৪৪, ২১ জুলাই ২০১৭

ভারতের নতুন রাষ্ট্রপতি কোবিন্দ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এ্যালায়েন্সের প্রার্থী রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী ইউপিএর প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ শতকরা ৬৬ শতাংশ এবং মীরা কুমার শতকরা ৩৬ ভাগ ভোট পেয়েছেন। খবর এএফপি ও এনডিটিভি অনলাইনের। রামনাথ কোবিন্দ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তিনি সমাজের নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে সর্বদাই নিয়োজিত থাকবেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে ভোট গণনা শুরু হয়। ফল প্রকাশিত হয় বিকেল পাঁচটায়। ফল প্রকাশের পরপরই কোবিন্দকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পরাজিত রাষ্ট্রপতি প্রার্থী মীরা কুমার। এক টুইটার বার্তায় মোদি বলেন, ভারতের নয়া রাষ্ট্রপতি ‘শ্রী রামনাথ কোবিন্দ’ আপনাকে স্বাগত। আমি আপনার সফলতা কামনা করছি। পশ্চিমবঙ্গের মৃখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কোবিন্দকে অভিনন্দন জানান। ভারতের পার্লামেন্ট ভবনের পাশাপাশি ২৯টি রাজ্যের বিধানসভা এবং দুটি ইউনিয়ন টেরিটরিসহ মোট ৩২টি কেন্দ্রে গত সোমবার এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়েছে যা এই নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ বলে এক নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন। রামনাথ কোবিন্দ নিপীড়িত দলিত সম্প্রদায়ের সদস্য হিসেবে দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এর আগে দলিত সম্প্রদায়ের সদস্য হিসেবে রাষ্ট্রপতি কে আর নারায়ণ ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আগামী ২৫ জুলাই রামনাথ কোবিন্দ শপথ নেবেন। এদিকে দলিত সম্প্রদায়ের প্রথমসারির অনেক নেতা রামনাথ কোবিন্দর সম্পর্কে বেশি কিছু জানেন না বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন। ভারতের প্রখ্যাত দলিত লেখক চন্দ্রভান প্রসাদ বলেছেন, আমার মতো অনেক দলিত লোক রামনাথ কোবিন্দ সম্পর্কে বেশি কিছু জানেন না। আর দলিতদের ভাগ্য পরিবর্তনে রামনাথ কোবিন্দর কী অবদান রয়েছে এ বিষয়ে ওয়াকিবহাল নন এই সম্প্রদায়ের অনেক লোক। নাম প্রকাশ না করার শর্তে অপর এক দলিত লেখক বলেন, ভারতে দলিত সম্প্রদায়ের লোকেরা অনেকভাবে হয়রানির শিকার হন। এসব বিষয়ে রামনাথ কোবিন্দর কোনদিন কথা বলতে শুনিনি। আর কানপুরের কোবিন্দর দীর্ঘদিনের প্রতিবেশী জগেশ্বর বলেন, সাবেক কাপড় ব্যবসায়ীর ছেলে কোবিন্দ কোনদিন দলিতদের সমস্যা নিয়ে কথা বলেছেন কিনা, আমার জানা নেই। অপরদিকে কানপুরের সাংবাদিক রমেশ ভার্মা বলেন, আমি কোনদিনই কোবিন্দকে দলিতদের অনুষ্ঠানে অংশ নিতে দেখিনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার এক বার্তায় কোবিন্দকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার নেতৃত্বে ভারতের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে। রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ শেখ হাসিনা বলেন, ‘অনেক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার অভিন্ন ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এসব সম্পর্কের শক্তিতেই আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করেছি এবং একে এক নতুন উচ্চতায় নিয়ে গেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে টেকসই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বহু বছরে আমাদের বন্ধন আরও গভীর হয়েছে।’ শেখ হাসিনা বলেন, তার সরকার দুদেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী কোবিন্দের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন। তিনি রামনাথ কোবিন্দকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান। স্টাফ রিপোর্টার জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া বৃহস্পতিবার কোবিন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
×