ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লিনিকে ছাত্রীর মৃত্যু ॥ নাচোলে ভুয়া চিকিৎসক আটক

প্রকাশিত: ০৫:২৭, ২১ জুলাই ২০১৭

ক্লিনিকে ছাত্রীর মৃত্যু ॥ নাচোলে ভুয়া চিকিৎসক আটক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ নাচোলে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগে মাহফুজুর রহমান (২৮) নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১২ টার দিকে নাচোল বাসস্ট্যান্ড এলাকার জননী ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর-মৃধাপাড়ার আবু বক্কর সিদ্দিকীর ছেলে। নাচোল থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ১৭ জুলাই রাত ১০টার দিকে জননী ক্লিনিকে স্কুলছাত্রী নাহিদা খাতুনের (১৪) এ্যাপেনডিসাইটিস অপারেশন করেন মাহফুজুর রহমান। কিন্তু ভুল চিকিৎসার কারণে নাহিদার অবস্থার অবনতি হলে বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১১ দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সার্বিক জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাজীপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা মানববন্ধন করেছে। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজের সামনে বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কাজী আজিম উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সমন্বয়কারী প্রফেসর শরীফুল ইসলাম।
×