ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার কাউন্সিলে নৈর্ব্যক্তিক পরীক্ষা আজ

প্রকাশিত: ০৫:২৭, ২১ জুলাই ২০১৭

বার কাউন্সিলে নৈর্ব্যক্তিক পরীক্ষা আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ফরম পূরণের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ৪৩ হাজার ৯শ’ ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে বার কাউন্সিল সূত্র জানায়। গত বছর কোন পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানায়। শুক্রবার দুপুর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা রাজধানীর ২৩টি প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নৈর্ব্যক্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ জুলাই শুক্রবার। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। সাউথইস্ট ভার্সিটিতে উদ্যোক্তা সপ্তাহ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে বুধবার বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে ‘উদ্যোক্তা সপ্তাহ’ উদ্বোধন করা হয়েছে। প্রাইম ব্যাংকের আর্থিক সহায়তায় ২৫ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের উদ্যোক্তাবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. মেহে জেবুন্নেসা রহমান। প্রধান অতিথি ছিলেন মাইডাসের চেয়ারপার্সন পারভীন মাহমুদ, এফসিএ। বিশেষ অতিথি ছিলেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড. এএসএম মশি-উর-রহমান। সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসি। শিক্ষার্থীদের ব্যবসা পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের জন্য সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও মাইডাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। -বিজ্ঞপ্তি
×