ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফোন করলেই বাসায় ডাক্তার, বিনামূল্যে চিকুনগুনিয়ার চিকিৎসা

প্রকাশিত: ০৫:২৬, ২১ জুলাই ২০১৭

ফোন করলেই বাসায় ডাক্তার, বিনামূল্যে চিকুনগুনিয়ার চিকিৎসা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বসবাসরত নাগরিকদের মাঝে চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের বিনামূল্যে ডাক্তার ও ওষুধ দিয়ে চিকিৎসা প্রদানের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ডিএসসিসি এলাকার কোন নাগরিক চিকুনগুনিয়ায় আক্তান্ত হলে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট নম্বরে ফোন করলেই ওষুধসহ বাড়ি চলে যাবেন ডাক্তার। রোগীর বাসার ঠিকানা দিয়ে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই কল সেন্টার হতে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক এ সংক্রান্ত সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন ও তাকে প্রয়োজনীয় ওষুধ দেবেন। সপ্তাহের সাতদিন এবং দিনরাত ২৪ ঘণ্টাই এ সার্ভিস দেয়া হবে। বৃহস্পতিবার থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অধীনে একযোগে এই চিকিৎসাসেবা শুরু হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মেয়রের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই ডিএসসিসির আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং কর্পোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেয়া হবে। ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘শীঘ্রই চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। এ জন্য আমরা জনসচেতনতামূলক র‌্যালি, মসজিদগুলোয় বয়ান, শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেক্ট্রনিক চ্যানেলে টিভি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নিয়েছি। ডেমরা থেকে দুই জেএমবি জঙ্গী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ তুষার হাবিব ওরফে আইয়ুব (২৬) ও আবু বক্কর ছিদ্দিক (৩৫) নামে জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তবে আবু বক্কর ছিদ্দিক ঢাকার শ্যামপুরে বসবাস করে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন সদর দফতর থেকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়। অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, গত ১০ জুন রূপগঞ্জের পূর্বাচল হাউজিং সেক্টর ১৯-এ যে গোপন বৈঠক হয়েছিল সেই বৈঠকে তারা উপস্থিত ছিল এবং জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) পরিকল্পিত নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা ১১ জুন রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় পলাতক আসামি।
×