ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ॥ জামিন বাতিলের আবেদন নাকচ

খালেদা জিয়ার দুর্নীতির মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই

প্রকাশিত: ০৫:২৬, ২১ জুলাই ২০১৭

খালেদা জিয়ার দুর্নীতির মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বাতিলের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজলের করা আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান এ আদেশ দেন। শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ফৌজদারি কার্যবিধির ৫৪০(ক) ধারামতে আসামির অনুপস্থিতিতে বিচার চালিয়ে যাওয়ার আবেদন করেন। এ সময় বিচারক জানতে চান, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে কী করে গেলেন? উত্তরে সানাউল্লাহ মিয়া বলেন, তিনি লন্ডনে চিকিৎসার জন্য ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেছেন। এরপর দুদকের আইনজীবী খালেদা জিয়ার জামিন বাতিলের আবেদন জমা দিয়ে বলেন, বিচার বিলম্বিত করার অপকৌশল হিসেবে এ কাজ করা হয়েছে। এর আগেও এমন কাজ হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শেষে বিচারক জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করে আগামী ২৪ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। উল্লেখ্য, গত ১৫ জুলাই খালেদা জিয়া চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন আর রশীদকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য নতুন দিন ধার্য করে আদালত। অন্যদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্যও ২৪ জুলাই দিন ধার্য করেছে আদালত। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে মামলা দুটির বিচার চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগ বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ ও ২০১০ সালে মামলা দুটি দায়ের করে দুদক। রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে দুই মামলাতেই বিএনপি নেত্রীর আত্মপক্ষ সমর্থনের শুনানি কয়েক দফা পেছানো হয়। আসামিপক্ষের অনাস্থার কারণে কয়েক দফা বিচারকও বদল হয়। খালেদা জিয়ার সর্বশেষ আবেদনে উচ্চ আদালতের নির্দেশে গত ১৬ মে এ দুই মামলা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত থেকে বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোঃ আখতারুজ্জামানের আদালতে আসে। আসামিপক্ষের আবেদনে তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীকে নতুন করে জেরার অনুমতি দেন।
×