ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন বৈষম্য কমানোর উদ্যোগ

প্রকাশিত: ০৫:২৫, ২১ জুলাই ২০১৭

বেতন বৈষম্য কমানোর উদ্যোগ

নিউজিল্যান্ডের নারী বিষয়ক মন্ত্রী পলা বেনেট নারী-পুরুষের বেতন বৈষম্য কমানোর উদ্যোগ নিয়েছেন। দেশটিতে জাতীয় পে-স্কেলে জেন্ডার বেতন বৈষম্য প্রায় ১২ শতাংশের মতো। শিক্ষা, সামাজিক অবস্থান নানা কারণে এ বৈষম্য হচ্ছে। গবেষকরা বলছেন বৈষম্যের অনেক কারণ এখনও অজ্ঞাত। নারী মন্ত্রণালয় ২৬টি কোম্পানির সঙ্গে এ নিয়ে আলোচনা করে কিছু সুপারিশমালা তৈরি করেছে। -স্কুপ ইন্ডিপেন্ডেন্ট ম্যাককেইনের ব্রেন ক্যান্সার মার্কিন রিপাবলিকান পার্টির সিনিয়র সদস্য জন ম্যাককেইনের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। আরিজোনার সিনেটর ৮০ বছর বয়সী ম্যাককেইন গত সপ্তাহে চিকিৎসার জন্য হাসপাতালে যান। পরীক্ষায় মস্তিষ্কের ক্যান্সার গ্লিবাস্টোমা ধরা পড়ে। তিনি বর্তমানে ফিনিক্সের ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিনেট আমর্স কমিটির চেয়ারম্যান ম্যাককেইন ১৬ বার সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। -এএফপি
×