ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমতা সুসংহত করছেন শি জিন পিং

প্রকাশিত: ০৫:২৫, ২১ জুলাই ২০১৭

ক্ষমতা সুসংহত করছেন শি জিন পিং

চীনের অন্যতম বড় শহর চং কিং-এ নেতৃত্বের আকস্মিক পরিবর্তন সাধনের মাধ্যমে সে দেশের প্রেসিডেন্ট শি জিন পিং আগামীতে দলের রাজনৈতিক সমাবেশে তার ক্ষমতা সুসংহত করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। খবর এএফপি। চং কিং শহরের পার্টি চীফ সান ঝেং কাইকে সরিয়ে প্রেসিডেন্ট শি-এর অনুগত চেন মাইনারকে গত সপ্তাহান্তে শহরটির দলীয়প্রধান করা হয়। সান ঝেং কাই চীনের ২৫ সদস্যের পলিটব্যুরোর অন্যতম সদস্য ছিলেন এবং আগামীতে তিনি দলের সাত সদস্যের স্থায়ী কমিটির সদস্যপদ লাভ করতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। তিন কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত শহর চং কিং ছিল দুর্নীতির দায়ে দ-প্রাপ্ত সাবেক কম্যুনিস্ট নেতা বো শিলাইয়ের শক্ত ঘাঁটি। বো শিলাই একজন স্পষ্টভাষী নেতা হওয়ায় প্রেসিডেন্ট শির দুর্নীতিবিরোধী অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এ সময় একটি গুজব শোনা যায়, প্রেসিডেন্ট শি যাতে পার্টির নিয়ন্ত্রণ গ্রহণ করতে না পারেন সে জন্য ২০১২ সালে এক ষড়যন্ত্রমূলক কর্মকা-ের সঙ্গে বো শিলাই জড়িত হয়ে পড়েন। পরবর্তীতে বোকে দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। কিন্তু দ-প্রাপ্ত বো-এর প্রভাব এখনও চং কিংবাসীর মনে গভীর রেখাপাত করে আছে। সান ঝেং কাইকে এই শহরের পার্টিপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল যে, শহরবাসীর ওপর বোর প্রভাব মুছে ফেলার লক্ষ্যে কাজ করার জন্য- তিনি তা করতে ব্যর্থ হন। গত ফেব্রুয়ারিতে কম্যুনিস্ট পার্টির দলীয় শৃঙ্খলা রক্ষা পরিদর্শক দল সানকে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রকাশ্যে তিরস্কার করে।
×