ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরমাণু পরীক্ষা থেকে বিরত রাখতে ৫শ’ কোটি ডলার প্রস্তাব দেন ক্লিনটন ॥ নওয়াজ

প্রকাশিত: ০৫:২৪, ২১ জুলাই ২০১৭

পরমাণু পরীক্ষা থেকে বিরত রাখতে ৫শ’ কোটি ডলার প্রস্তাব দেন ক্লিনটন ॥ নওয়াজ

পানামা দুর্নীতিতে খুব বেকায়দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দাবি উঠছে তার ইস্তফার । তাই এবার যুক্তরাষ্ট্রের দোহাই দিচ্ছেন শরিফ। বুধবার পাঞ্জাবের সিয়ালকোটে একটি জনসভায় বক্তৃতায় তিনি বলেন, ‘১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা রুখতে ৫শ’ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিলেন বিল ক্লিন্টন। বিশ্বাসঘাতক হলে হাত পেতে টাকা নিয়ে নিতাম। দেশকে ভালবাসী বলেই সেই প্রস্তাবে সাড়া দেইনি।’ দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শরিফ। তার মতে, ‘শরিফকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে। যাতে খুব সহজে ক্ষমতা দখল করা যায়। সাধারণ মানুষ আমার পাশে থাকায় নির্বাচনের মাধ্যমে তা কোনভাবেই সম্ভব নয়। তাই দুর্নীতির ভুয়া অভিযোগ আনা হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন। ১৯৭৪ সালে রাজস্থানের পোখরানে প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা করে ভারত। তার ২৪ বছর পর ১৯৯৮ সালের মে মাসে পোখরানে দ্বিতীয়বার পরমাণু অস্ত্র পরীক্ষা করে অটল বিহারি বাজপেয়ীর সরকার। ভারতকে জবাব দিতে তার দু’প্তাহের মধ্যে ২৮ মে বালুচিস্তানের চেগাই জেলায় ভূগর্ভে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দেয় শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কাছে সমালোচনার মুখে পড়তে হয় দুই দেশকেই।
×