ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উদ্দেশ্যমূলকভাবে নথিপত্র তৈরি করেন কোমি

প্রকাশিত: ০৫:২৪, ২১ জুলাই ২০১৭

উদ্দেশ্যমূলকভাবে নথিপত্র তৈরি করেন কোমি

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের বরখাস্তকৃত সাবেক প্রধান জেমস কোমির কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বুধবার বলেন, কোমি তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানোয়াট তথ্য দিয়ে কাগজপত্র তৈরির চেষ্টা করেন। ট্রাম্প নিউইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাতকারে অভিযোগ করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়ার আগ মুহূর্তে তাকে চাপে ফেলতে প্রবীণ আইন প্রয়োগকারী কর্মকার্তা কোমি তার সামনে এসব কাগজপত্র উপস্থাপন করেন। এএফপি ও বিবিসি অনলাইন। ট্রাম্প বলেন যে, জানুয়ারিতে তার অভিষেকের দুই সপ্তাহ আগে কোমি এবং অন্য কর্মকর্তারা নিউইয়র্কে তাকে নির্বাচনে রুশ সংযোগের বিষয়ে মার্কিন গোয়েন্দারা কি ভাবছেন তা জানান। হিলারিকে পরাজিত করতে ট্রাম্পকে সহায়তা করার রুশ উদ্দেশ্যও। ট্রাম্প দাবি করেন, কোমি পরে তাকে একপাশে টেনে নেন এবং নথির বিষয়ে তাকে জানান। বলেন, নথিটি একজন ব্রিটিশ গোয়েন্দার তৈরি এবং তাতে ট্রাম্প সম্পর্কে বিব্রতকর তথ্য রয়েছে। সেখানে যৌনকর্মীদের সঙ্গে রাশিয়া একটি ভিডিও যুক্ত করেছে এমন অপ্রমাণিত তথ্যও তাকে জানানো হয়। ট্রাম্প বলেন, তিনি মনে করেন কোমি তাকে নথি সম্পর্কে বলেছিল, যেটা তিনি আবর্জনা বলে উড়িয়ে দেন। ‘আমার মতে, সে এটা জানিয়েছিল যাতে আমি মনে করতে পারি আমার এসব জানা নেই’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। কোমি কি উদ্দেশ্যমূলকতভাবে আপনার সম্বন্ধে বাড়তি তথ্য যোগ করছিলÑ আপনি কি তাই মনে করেন? এমন প্রশ্ন করতে ট্রাম্প বলেন, আমিও তাই মনে করি। মার্কিন সিনেটে সাক্ষ্য দেয়ার সময় কোমি বলেন, তিনি নথিপত্রের বিষয়ে ট্রাম্পকে অবগত করেন যাতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সময় ট্রাম্প একেবারে অন্ধকারে না থাকেন। চলতি মে’তে ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন এবং পরে তিনি বলেন, তাকে বরখাস্ত করার সময় নির্বাচনে রুশ সংযোগের বিষয়ে এফবিআইয়ের তদন্তের বিষয়টি তার মাথায় ছিল। টাইমস জানিয়েছে, ট্রাম্পের সাক্ষাতকারটি বিভিন্ন বিষয়ে ভরপুর ছিল, তবে নির্বাচনে রুশ সংযোগের বিষয়টিই সেখানে বেশি আলোচিত হয়। তিনি বা তার নির্বাচনী শিবিরের কোন সদস্যের সঙ্গে রাশিয়ানদের সম্পৃক্ততার বিষয়টিও ট্রাম্প উড়িয়ে দেন। ট্রাম্পের ছেলে সিনেট শুনানির মুখোমুখি ॥ গত বছর নির্বাচনে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ তদন্তে নিয়োজিত সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জামাতা জার্ড কুশনার এবং তার সাবেক প্রচারণা ম্যানেজার পল ম্যানাফোর্ট। রুশ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প জুনিয়র, কুশনার ও ম্যানাফোর্টের যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। তবে ট্রাম্প ও তার সঙ্গীরা যে কোন প্রকার আঁতাতের কথা অস্বীকার করেছেন। বুধবার সিনেট জুডিসিয়ারি কমিটি জানায়, ২৬ জুলাই তারা ট্রাম্প জুনিয়র ও ম্যানাফোর্টকে সাক্ষ্য দেয়ার জন্য ডেকেছেন। এছাড়া ২৪ জুলাই কুশনারকে এক রুদ্ধদার অধিবেশনে জিজ্ঞাসাবাদ করা হবে। ওবামাকেয়ার বাতিলে রাজস্ব কমবে ৩ কোটি ২০ লাখ ডলার ওবামাকেয়ার বাতিল করলে রিপাবলিকান পরিকল্পনা বাস্তবায়িত হলে তিন কোটি ২০লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যবীমার আওতা থেকে বঞ্চিত হবেন বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাজেট অফিস। বিবিসি। এতে আগামী বছরের মধ্যে মেডিক্যাল ইন্স্যুরেন্স পলিসির ব্যয় ২৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০২৬ সালের মধ্যে ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। এতে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি ৪৭ হাজার ৩শ’ কোটি ডলার কমবে বলে অনুমান সিবিও’র। নতুন স্বাস্থ্যসেবা বিলটি দুইবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১০ এর স্বাস্থ্য আইন বাতিল করার পরিকল্পনায় আগামী সপ্তাহে ভোট গ্রহণের পরিকল্পনা করেছেন সিনেটের সদস্যরা। সিবিও’র হিসাবে, ওবামাকেয়ার নামে পরিচিত ‘এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট’ বাতিল করা হলে আগামী এক বছরের মধ্যেই স্বাস্থ্যবীমাহীন মার্কিনীর সংখ্যা বৃদ্ধি পেয়ে এক কোটি ৭০ লাখে গিয়ে দাঁড়াবে। ওবামাকেয়ার বাতিল করা ট্রাম্প ও মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের শীর্ষ নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম।
×