ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেকুয়ায় মাঠ ভরাটের নামে টাকা ভাগবাটোয়ারা

প্রকাশিত: ০৪:০৮, ২১ জুলাই ২০১৭

পেকুয়ায় মাঠ ভরাটের নামে টাকা ভাগবাটোয়ারা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া থানা কম্পাউন্ডের ভেতরে মাঠ ভরাটের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ হাজার টাকা ভাগবাটোয়ারা করার অভিযোগ উঠেছে। প্রকল্পের মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেলেও অদ্যাবদি এক মুষ্টি মাটিও পড়েনি থানা-পুলিশের ওই মাঠে। পেকুয়া উপজেলা পরিষদের সাধারণ বরাদ্দ থেকে ২০১৬-১৭ অর্থবছরের ১ম পর্যায়ে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের অধীনে ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি দেখানো হয়েছে টইটং ইউপির মহিলা মেম্বার রোজিনা আকতার এবং সদস্য সচিব তার আপন ভাই শ্রমিক দল নেতা আবুল কাসেম মেম্বারকে। জানা গেছে, পেকুয়ার পিআইও অফিস থেকে ডিওর মাধ্যমে গত ১০ মার্চ ও ১১ মে দুই কিস্তিতে ২৫ হাজার টাকা করে চকরিয়া সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে নিয়েছেন মহিলা মেম্বার রোজিনা আকতার। তবে এ পর্যন্ত কেন মাঠ ভরাটের কাজ হয়নি জানতে চাইলে মহিলা মেম্বার বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তার কাছ থেকে পিআইও অফিসের অফিস সহায়ক হাসান তাকে মাত্র ৫ হাজার টাকা দিয়ে বরাদ্দের ওই টাকা হাতিয়ে নিয়েছেন। এ জন্য তিনি কোন কাজ করতে পারেননি। টাকা নেয়ার কথা স্বীকার করে হাসান বলেন, আমার কি দোষ, উপজেলা পরিষদের এক কর্মকর্তার নির্দেশে টাকাগুলো নিয়ে তাকে বুঝিয়ে দিয়েছি। সরকারী বরাদ্দের টাকা লুপাটের বিষয় সত্য নয় দাবি করে পিআইও সৌভ্রাত দাশ জানান, ওই মহিলা মেম্বারকে টাকা ফেরত দেয়ার জন্য বলা হবে। চাঁদপুরে গৃহবধূ হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২০ জুলাই ॥ শহরের মাদ্রাসা রোডে গৃহবধূ মরিয়ম আক্তার মম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে মমদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মমের মা ফাতেমা আক্তার। তিনি বক্তব্যে উল্লেখ করেন, চার বছর আগে তার মেয়ের সঙ্গে মাদ্রাসা রোডের বাসিন্দা তামিমের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। কিন্তু তামিমের পরিবার বউকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তামিম ও তার পরিবারের লোকজন একাধিকবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। মা হিসেবে আমি নির্মম এ ঘটনার বর্ণনা দিয়ে শেষ করতে পারব না।
×