ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গত অর্থবছরে ২১ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

প্রকাশিত: ০৩:৪৭, ২১ জুলাই ২০১৭

গত অর্থবছরে ২১ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য বিদায়ী অর্থবছরে কৃষি ও পল্লী খাতে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। গত অর্থবছরে ব্যাংকগুলোর ১৭ হাজার ৫৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ হাজার ৯৯৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। মোট লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ দশমিক ৬৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বছরের শুরুতে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিজেরা ঠিক করে বাংলাদেশ ব্যাংকে পাঠায় বাণিজ্যিক ব্যাংকগুলো। অধিকাংশ ব্যাংক লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ করায় গত বছর সামগ্রিক লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ হয়েছে। সূত্র জানায়, গত ২০১৫-১৬ অর্থবছরের ১৬ হাজার ৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা বিপরীত ব্যাংকগুলো কৃষি খাতে ১৭ হাজার ৬৪৬ কোটি টাকা ঋণ বিতরণ করে। আগের অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৭ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়। আগের অর্থবছরের তুলনায় কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৯ শতাংশ। বাংলাদেশ থেকে ওষুধ পোশাক নিতে রুয়ান্ডার আগ্রহ অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ থেকে ওষুধ ও পোশাক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে রুয়ান্ডা সরকার। আফ্রিকার এই দেশটিতে বাংলাদেশী পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত রুয়ান্ডার অনাবাসিক (নয়াদিল্লীতে নিযুক্ত) রাষ্ট্রদূত আর্নেস্ট ওয়ামোচির সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ রফতানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে অপ্রচলিত বা নতুন মার্কেটে বাজার সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে। এদিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আবার আফ্রিকা। কারণ, আফ্রিকার অনেক দেশে পোশাক ও ওষুধ ইতোমধ্যে রফতানি করা হচ্ছে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আবদুস ছালাম মোঃ আবদুস সালাম মোল্যা সম্প্রতি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংকের ক্রেডিট পলিসি এ্যান্ড ক্রেডিট রিক্স ম্যানেজমেন্ট ডিভিশনসহ ৫টি কর্পোরেট শাখার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর বিআরসির মাধ্যমে ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। -বিজ্ঞপ্তি
×