ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাতের অভিযোগ

ছয় প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দুদকের

প্রকাশিত: ০৮:৪০, ২০ জুলাই ২০১৭

ছয় প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দুদকের

স্টাফ রিপোর্টার ॥ কাজ না করেও বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকা জেলা পরিষদের ৬ প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশীট অনুমোদন দেয়া হয়। শীঘ্রই মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ওই চার্জশীট আদালতে দাখিল করবেন বলে জানা গেছে। চার্জশীটভুক্ত আসামিরা হলোÑ মেসার্স সিকদার ট্রেডার্সের মালিক মোঃ জাকির হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের বরখাস্তকৃত সিনিয়র নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ গোলাম মোস্তফা, উপসহকারী প্রকৌশলী মোঃ জাকির হায়দার, মোঃ আসাদুজ্জামান, এ টি এম মিজানুর রহমান, এম এ ফারুক লস্কর, মোহাম্মদ মফিজুর রহমান, মোঃ নুর নবী পাঠান, উচ্চমান সহকারী মোঃ রিয়াজত উল্লাহ ও নিম্নমান সহকারী মোঃ তৌহিদুল ইসলাম ভূঁইয়া। তবে মেসার্স হাজী এন্টারপ্রাইজের মালিক হাজী মিজানুর রহমান ওই মামলার এজাহারভুক্ত আসামিও হলে চার্জশীট থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
×