ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৮:৩৯, ২০ জুলাই ২০১৭

এসিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার ও ১২ পুলিশ সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার মহানগর হাকিম আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম রাজধানীর ওয়ারী জোনের ডিসিকে এ আদেশ দেন। কোর্ট রিপোর্টার জানান, গত ১২ জুলাই শাহানা আক্তার নামের এক নারী মামলাটি দায়ের করেন। ওইদিনই বিচারক বাদীর জবানবন্দী গ্রহণ করে ১৯ জুলাই আদেশের দিন ধার্য করেন। দায়েরকৃত মামলায় বলা হয়েছে, শাহানা আক্তারের স্বামী ফরমান উল্লাহ এক সময় সাংবাদিকতা করতেন। সম্প্রতি যাত্রাবাড়ী থানার কিছু পুলিশ সদস্য পেশাদার মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রেখে নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে তার নজরে আসে। বিষয়টি তিনি গত ৫ মে, ৮ জুন ও ১৬ জুন ডাকযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের বিভিন্ন দফতরে অভিযোগ আকারে পাঠান। অভিযোগের বিষয়ে জানতে পেরে আসামিরা ফরমানকে ফোন করে অভিযোগ প্রত্যাহার করে নিতে বলতে থাকেন। অন্যথায় মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয় আসামিরা। মামলার অন্য আসামিরা হলোÑ যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান, পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ, এসআই জাকির হোসেন, ওমর ফারুক, কবির হোসেন উকিল, শাহীন পারভেজ, লক্ষ্মীকান্ত রায়, শহীদুল্লাহ, কেএম এনায়েত হোসেন, এএসআই আতোয়ার রহমান, কনস্টেবল সাইফুল, পুলিশের সোর্স খোকন ও সুমন।
×