ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন পরিচালনা করবেন ইসি শেখ হাসিনা নয় ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৮, ২০ জুলাই ২০১৭

নির্বাচন পরিচালনা করবেন ইসি শেখ হাসিনা নয় ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, কেউ কেউ বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন মেনে নেয়া হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা নির্বাচন পরিচালনা করবেন না। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। আপনারা ভুল করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সেই নির্বাচন কমিশনের কাছে আপনারাও গিয়েছেন, দাবির কথা বলেছেন, আলোচনাও করেছেন। নির্বাচন কমিশনই সেই নির্বাচন করবেন। নির্বাচনের সময় সরকারী দাফতরিক যে কাজগুলো হয় শুধুমাত্র সেই কাজগুলো তৎকালীন সরকার করবেন। বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লা আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গায় বনায়ন কর্মসূচীর উদ্বোধন শেষে নৌ-পরিবহন মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে বিএনপি বলছে, রোডম্যাপ দিয়ে কি হবে, যে কোন কাজ করতে হলে আগে ম্যাপ লাগে, তারপর রোড। রোডম্যাপ ছাড়া কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে। কিভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সেইটাই হলো আমাদের কাছে বড় কথা। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ শুরু করেছেন।
×