ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই

বাংলাদেশকে গোলের মালা জর্দানের

প্রকাশিত: ০৮:৩৫, ২০ জুলাই ২০১৭

 বাংলাদেশকে গোলের মালা জর্দানের

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনূর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবল বাছাইপর্বে বাংলাদেশের প্রথম পরীক্ষা ছিল বুধবার। ফিলিস্তিনের হেবরনের দুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের এই ম্যাচে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ। জর্দানের কাছে হেরেছে ৭-০ গোলে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। এতে বাংলাদেশকে গোলবন্যায় ভাসিয়ে শুভসূচনা করলো জর্দান। সিনিয়র দলের মতো এবার যুব দলও জর্দানের কাছে থেকে পেল গোলের মালা। প্রতিযোগিতামূলক খেলায় বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ এ্যান্ড্রু অর্ড তার অভিষেকটা সুখকর করতে পারলেন না। ২১ জুলাই লাল-সবুজরা মোকাবেলা করবে তাজিকিস্তানকে। জর্দান খেলেছে একচেটিয়া। বাংলাদেশ প্রতিপক্ষের সীমানাতেই ঢুকতে পারেনি। মাঝমাঠেই সীমাবদ্ধ নিস্ফল দৌড়ঝাঁপ। জর্দান খেলছে লম্বা পাসে, বেশি জায়গা নিয়ে এবং দ্রুতগতিতে। পক্ষান্তরে বাংলাদেশের ডিফেন্স ছিল একেবারেই দুর্বল। ১৭ মিনিটে গোল সুলেইমান আলির গোলে এগিয়ে যায় জর্দান। বক্সের ভেতর বল পেয়ে সুলেমান বাংলাদেশের তিন ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে আগুয়ান গোলরক্ষক আনিসুর রহমানকে কাটিয়ে অনায়াসেই ডান পায়ে জালে ঠেলে উল্লাস মেতে ওঠেন। ৩৮ মিনিটে নুর আল দীন মাহমুদ সতীর্থ মুসা মোহাম্মদের কাছ থেকে থ্রু পাস পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে প্লেসিং শটে গোল করেন (২-০)। ৫০ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে বা বায়ের আচমকা গড়ানো-বাঁকানো অসাধারণ শটে গোল করেন ফরোয়ার্ড মুসা মোহাম্মদ (৩-০)। ৫৫ মিনিটে বদলি ফরোয়ার্ড আহমেদ ফাউজি মাহমুদের গোলে আবারও এগিয়ে যায় জর্দান (৪-০)। ৫৮ মিনিটে উড়ন্ত ক্রসে বক্সের ভেতর লাফানো হেডে ব্যবধান ৫-০ করেন অধিনায়ক-ফরোয়ার্ড বাহা ফয়সাল মোহাম্মদ। ৬৩ মিনিটে আহমেদ ফাউজি মাহমুদ ফ্রি কিকে তার ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন (৬-০)। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আহমেদ ফাউজি মাহমুদ (৭-০)।
×