ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিআরইউতে ফল উৎসব

প্রকাশিত: ০৮:১৫, ২০ জুলাই ২০১৭

ডিআরইউতে ফল উৎসব

স্টাফ রিপোর্টার ॥ দেশী ফলের মাধ্যমেও বহির্বিশ্বে বাংলাদেশের কৃষি সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলা সম্ভব। থাইল্যান্ড তার অন্যতম উদাহরণ। এমন চেতনায় ঢাকা রিপোটার্স ইউনিটি বুধবার আয়োজন করে ফল্ উৎসব-২০১৭। উদ্বোধন করেন বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, পর্যটন মন্ত্রণালয় থেকে প্রতি বছর বিভিন্ন দেশের কূটনীতিকদের আমের মওসুমে রাজশাহী নিয়ে যাওয়া হয়। এভাবে দেশী ফলের উৎসবের আয়োজন করে ও দেশী ফলের প্রচারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরা হচ্ছে। সংগঠনের ক্যান্টিনে আয়োজিত এ ফল উৎসবকে ব্যতিক্রমী আয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, দেশীয় ফলের এমন সমাহার ঘটিয়ে ডিআরইউ দেশের ঐতিহ্য জাতীয়ভাবে তুলে ধরেছে। ডিআরইউ এবারের ফল উৎসবে ১৮ দেশী ফলের সমাহার ঘটিয়েছে। সংগঠনটি এই মহৎ উদ্যোগ যেন ধরে রাখে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
×