ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএসএফের প্রতি রাষ্ট্রপতি

মানুষের যাতে হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক থাকুন

প্রকাশিত: ০৭:৩৬, ২০ জুলাই ২০১৭

মানুষের যাতে হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক থাকুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ অন্যের অসুবিধা না করে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতি আহবান জানিয়েছেন। খবর বাসসর। রাষ্ট্রপতি বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসএফের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে যাতে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। তিনি তাদের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের কথাও স্মরণ করিয়ে দেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তাজনিত কারণে যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তা আপনাদের নিশ্চিত করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শ্রদ্ধাভাজন ব্যক্তিরা যাতে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে তাও নিশ্চিত করতে হবে। তিনি নিরাপত্তা ও জনসংযোগের বিষয়টি যুগপৎভাবে মাথায় রাখার জন্য এসএসএফ সদস্যদের উপদেশ দেন। ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতকরণে এসএসএফের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, ১৯৮৬ সালের ১৫ জুলাই যাত্রার শুরু থেকে এ বাহিনী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বাত্মক পেশাদারিত্বসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি সংসদ রিপোর্টার জানা, সদ্য সমাপ্ত জাতীয় সংসদের ষষ্ঠদশ (বাজেট) অধিবেশনে পাস হওয়া চারটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বুধবার চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতিদানের কথা জানিয়েছে জাতীয় সংসদের গণসংযোগ শাখা। সম্মতি পাওয়া চারটি বিল হচ্ছে- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭, বেসামরিক বিমান চলাচল বিল-২০১৭ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭। ভিয়েতনাম সফরে গেছেন স্পীকার ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলির আমন্ত্রণে বুধবার দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। স্পীকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্পীকারের সফর সঙ্গী হিসেবে সংসদ সদস্য ইমরান আহমেদ, পংকজ দেবনাথ, এ এম নাইমুর রহমান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার ভিয়েতনাম গেছেন।
×