ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

ভাবনার ‘ভয়ঙ্কর সুন্দর’

প্রকাশিত: ০৬:৩৯, ২০ জুলাই ২০১৭

ভাবনার ‘ভয়ঙ্কর সুন্দর’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একাধারে তিনি মডেল ও অভিনয় শিল্পী। ইতোমধ্যে নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়ালে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন তরুণ এ অভিনেত্রী। অল্প সময়েই নিজের মেধা ও প্রতিভায় অনন্য এই অভিনেত্রী জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। শোবিজে ব্যস্ত অভিনেত্রীর মধ্যে তিনি একজন। ছবি ও নানা প্রসঙ্গে কথা হয় আনন্দ কণ্ঠের সঙ্গে। শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে পরিচয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। মাত্র দুই বছর বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। তবে ২০০৮ সালে মূল অভিনেত্রী হিসেবে শোবিজ অঙ্গনে তার অভিষেক ঘটে। অভিনয়ের মাধ্যমে তার স্বপ্ন পূরণ হয়েছে। ভাবনা অভিনীত প্রথম নাটক ‘নট আউট’। এ নাটকে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। এরপর মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ফার্স্ট ডেট’ নাটকে অভিনয় করেন। নাটকটি প্রচারের পরই বেশ আলোচিত হয়ে ওঠেন তিনি। অল্প দিনেই এই লাস্যময়ী অভিনেত্রী তার অভিনয় দক্ষতা ও মেধা দিয়ে দর্শক-নির্মাতাদের নজরে আসতে সক্ষম হন। ক্যারিয়ারের শুরু থেকেই ভাবনা তার অভিনয়ের জাদু দিয়ে বেশকিছু জনপ্রিয় ধারাবাহিক নাটক দর্শককে উপহার দিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছেÑ ‘চৌধুরী ভিলা’, ‘অচেনা প্রতিবিম্ব’, ‘শূন্য সমীকরণ’, ‘চেনা মুখ অচেনা মুখ’, ‘জয় পরাজয়’, ‘সোনার সুতা’ প্রভৃতি। আমি বিশ্বাস করি, গড়পড়তা কাজ করে পর্দায় থাকতেই হবে এমন কোন কথা নেই। ভাবনা শুধু ছোট পর্দায়ই সীমাবদ্ধ নন, চলচ্চিত্রেও তার পদ চারণা রয়েছে। ভাবনার অভিনীত ক্যারিয়ারের প্রথম ছবি ‘ভয়ঙ্কর সুন্দর ছবিটি এখন মুক্তির দিন গুনছে। এই তো ক’দিন আগে এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। অনিমেষ আইচের পরিচালনায় ছবিটিতে ভাবনার নায়ক হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত। এ প্রসঙ্গে ভাবনা বলেন, চলচ্চিত্রে অভিনয় করব, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এ জন্য অনেক শ্রম দিয়েছি। সর্বোচ্চ চেষ্টা দিয়ে এতে অভিনয় করেছি। ছোট পর্দার ভাবনাকে রুপালি পর্দায় কেমন লাগে, তা দর্শকের কাছ থেকে শোনার জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছি। তবে প্রথম কাজ বলে অনেক ভুলত্রুটি হতেও পারে। আশা করি সেটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তি পায়নি তা। অবশ্য এর আগেই স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র মুক্তি পেয়ে গেছে ভাবনার। সম্প্রতি অনিমেষ আইচ ও ফয়সাল রাজীবের পরিচালনায় দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি অনেক বিজ্ঞাপন চিত্রেও দক্ষতার প্রমাণ দিয়েছেন এ পর্দাকন্যা। কি নিয়ে ব্যস্ত এখন? জানতে চাইলে তিনি আনন্দ কণ্ঠকে বলেন, ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবি নিয়ে ব্যস্ত আছি। কেননা, এটি আমার অভিনীত প্রথম ছবি। তাই ছবিকে ঘিরেই আমার সকল ব্যস্ততা চলছে। ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে আপনার চরিত্র সম্পর্কে বলুন? এটা জানতে হলে সবাইকে ৪ তারিখ হলে গিয়ে ছবিটি দেখতে হবে। তাহলেই দর্শক প্রশ্নের উওর খুঁজে পাবে। ট্রেলার গান প্রকাশের পর দর্শক সাড়া কেমন পাচ্ছেন? খুবই ভাল পাচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করছে। খুব ভাল সাড়া পাচ্ছি। আপনার পরমব্রতের সঙ্গে কেমিস্ট্রিটি কেমন ছিল? খুবই ভাল ছিল। প্রথম ছবিতে ভিনদেশী তারকার সঙ্গে কাজ করেছেন অভিজ্ঞতা কেমন হলো? এবং কাজের ক্ষেত্রে কোন রকম সমস্যা হয়েছিল কি? ভাল। কোন রকম সমস্যা হয়নি। দর্শক কেন দেখবে এই ছবিটি? এটা অন্য আট দশটি সিনেমার মতো না। ব্যতিক্রম ধরনের একটি ছবি দর্শক দেখলেই বুঝতে পারবে। গল্পের প্রয়োজনে তো দেশ-বিদেশ নানা জায়গাতেই শূটিং করতে হয়। কেমন লাগে? গল্পের প্রয়োজনে কিছু না আমার অভিনয় করতে ভাল লাগে। আমি যখন অভিনয় করি সেখানে কোন জায়গায় অভিনয় করছি সেটা গুরুত্বপূর্ণ না আমি কোন গল্পে অভিনয় করছি সেটা গুরুত্বপূর্ণ। যে কোন জায়গায় অভিনয় করতে ভাল লাগে। অভিনয় তো অভিনয়ই সেটা যে জায়গাই হোক না কেন। বড় পর্দা নিয়মিত হবেন? বড় পর্দা ছোট পর্দা বলে কোন কথা নেই আমি ভাল চরিত্রে অভিনয় করতে চাই সেটা যে জায়গা হোক না কেন। বর্তমানে নাটকের হালচাল কেমন মনে হয় আপনার কাছে? ভাল খুবই ভাল। বর্তমান সময়ে নাটকের মান নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এ ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা ভুল আমাদের দেশে অনেক ভাল নাটক হচ্ছে। ঈদে যথেষ্ট ভাল নাটক নির্মাণ হয়েছে। আর দশক আমাকে চিনে নাটকের মাধ্যমে আমি তো কোন বিজ্ঞাপন করি না বা অন্য কোন কাজও করি না। যেহেতু মানুষ আমাকে চিনে তার মানে মানুষ নাটক দেখে। লাখ লাখ কোটি কোটি মানুষ ইউটিউভে আমাদের নাটক দেখে। তো মানুষ নাটক দেখে না এ কথাটা ভুল। গত কয়েক বছরে তিনি অসংখ্য বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এর মধ্যে রয়েছেÑ গ্রামীণফোন, মোজো, প্রাণ মি. ম্যাঙ্গো, পারটেক্স, রবি ইত্যাদি। প্রথমবারের মতো রুপালি পর্দায় একসঙ্গে আসছেন পরমব্রত ও ভাবনা। ‘জিরো ডিগ্রী’র পর কেটে গেছে তিন বছর, অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর।’ আগামী ৪ আগস্ট থেকে সিনেমা হলে দেখা যাবে এটি। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার তারকা আশনা হাবিব ভাবনার। এর মাধ্যমেই প্রথমবার ঢাকার কোন চলচ্চিত্রে নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ঙ্কর সুন্দর’কে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ইতোমধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে। এর মূল ভাবনা নেয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ গল্প থেকে। এদিকে গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা। যা আনন্দ কণ্ঠের পাঠকদের জন্য তুলে ধরা হলো- নয়ন তারা চরিত্রটি এতটাই লোভনীয় ছিল যে আমি শূটিংয়ের আগে ও পরে দেড় বছর কোন কাজ করিনি, আমাকে ডিরেক্টর বলেছে যে কোন কাজ করা যাবে না, এমন না, আমি নিজেই করিনি, নয়ন তারাতেই বাস করতে চেয়েছি... শহিদুল জহির আমার অনেক পছন্দের লেখক... তার লেখার মাধ্যমে আমি নয়ন তারা নামটা ভালবেসে ফেলি। একবার ফেসবুকে লিখেছিলাম ‘আমি নয়ন তারা হতে চাই।’ তবে আমার চরিত্রের নাম নয়ন তারা হবে তা ভাবিনি...। নয়ন তারা করার সময় প্রতিদিন নয়ন তারা হতে ভাল লাগত, তার মতো করে জীবনযাপন করতে বেশ লাগছিল, একবার মনে হয়নি অন্য কাজ করছি না, আমি পিছিয়ে যাচ্ছি, পর পর দুই ঈদে কাজ হলো না, তার মধ্যে আমি বিজ্ঞাপন ও করি না, আশপাশের মানুষ বলল এক ছবি নিয়ে কী আজীবন পরে থাকবে, আমি আমার সিদ্ধান্তে থাকলাম, নয়ন তারা পুরোপরি শেষ না করে নতুন চরিত্রে কাজ করব না। ডাবিং শেষ হবে তারপর, জেদ চেপে আর অনেক, ততদিনে নয়ন তারার মতো একরোখা ও জেদী হয়ে উঠেছি আমি... আজ যখন রিলিজ ডেট সামনে আমার বুকটা কেমন যেনেও খালি লাগছে, মনে হচ্ছে কাছের কেউ চলে যাচ্ছে, আমি আর নয়ন তারা হতে পারব না। নয়ন তারার সঙ্গে দেখা হবে আমার আয়নায়... আমার চোখ দিয়ে পানি পড়ছে কেন, এ কেমন কষ্ট যা আমাকে কাঁদাচ্ছে! আর ৪ আগস্ট নয়ন তারাকে দেখতে আসবেন।
×