ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৩, ২০ জুলাই ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আমাদের পরিবেশ প্রশ্ন : পরিবেশ বলতে কি বোঝ? উত্তর : আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। যথা: মানুষ, ঘর-বাড়ি, গাছপালা, পশু-পাখি, নদী-নালা, পাহাড়-পর্বত ইত্যাদি। প্রশ্ন : পরিবেশের উপাদানগুলোকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি? উত্তর: দুই ভাগে। যথা: জীব ও জড়। প্রশ্ন : মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও। উত্তর : মাটি, পানি, বায়ু। প্রশ্ন : উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। প্রশ্ন : উদ্ভিদের বীজ কিভাবে সৃস্টি হয়? উত্তর : পরাগায়নের ফলে বীজ সৃস্টি হয়। প্রশ্ন : পরাগায়ন কী? উত্তর : ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে। প্রশ্ন : বীজের নিস্তরণ বলতে কি বোঝ? উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের নিস্তরণ। প্রশ্ন : বাস্তুসংস্থান কী? উত্তর : কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ঐ স্থানের বাস্তুসংস্থান। প্রশ্ন : খাদ্য শৃঙ্খল কী? উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। প্রশ্ন : খাদ্য জাল কী? উত্তর : একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। পরিবেশে এটাই খাদ্য জাল নামে পরিচিত। প্রশ্ন : উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। প্রশ্ন : ক্লোরোফিল কী? উত্তর : উদ্ভিদের পাতার সবুজ কণিকার নাম হলো ক্লোরোফিল। প্রশ্ন : সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কী? উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হলো এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। প্রশ্ন : প্রাণীর মৃতদেহ কিসে পরিণত হয়? উত্তর: প্রাকৃতিক সারে।
×