ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের এএমডি হলেন মাহবুব উল আলম

প্রকাশিত: ০৬:০০, ২০ জুলাই ২০১৭

 ইসলামী ব্যাংকের এএমডি হলেন মাহবুব উল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন মাহবুব উল আলম। তিনি ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং ও বিনিয়োগ (ক্রেডিট) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং, অপারেশন্স ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং-এ দায়িত্ব পালন করেন। মোঃ মাহবুব উল আলম ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের সর্ববৃহৎ অপারেশন ইউনিট লোকাল অফিসসহ বিভিন্ন শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে বিগত ৩৩ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।-বিজ্ঞপ্তি চাঁদপুরে ইলিশের উৎপাদন বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ চাঁদপুরে ইলিশের উৎপাদন বেড়েছে। সদ্য শেষ হওয়া ২০১৬-১৭ অর্থবছরে জেলায় ইলিশ মাছের উৎপাদন আগের অর্থবছরের তুলনায় ৬০০০ টন বেশি হয়েছে। চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরের জেলায় মোট ২৫ হাজার ৮১০ টর ইলিশ ধরা পড়ে। বিপরীতে ২০১৫-১৬ অর্থবছরের ধরা পড়ে ১৯,৮১০ টন। তিনি জানান, জেলায় মোট ৪৬ হাজার ৬৬৪ জন জেলে নিবন্ধিত হয়েছেন। এছাড়া আরও ১০ হাজার জেলে নিবন্ধন প্রক্রিয়ায় রয়েছেন। পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকের অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েক বছর ধরেই সোনালি আঁশ পাটের বাজার ভাল পঞ্চগড়ে। এজন্য পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এবারও আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। পঞ্চগড়ের মাঠজুড়ে কচি পাট, চারদিকে তাই সবুজের মেলা। জেলায় পাটজাত পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, ফলে বেড়েছে পাটচাষ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাট আর পাট। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে পাটের লাভজনক বাজার গড়ে ওঠায় গত কয়েক বছর ধরে পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে এখানকার চাষী। কিন্তু ন্যায্যমূল্য নিয়ে সংশয়ে আছেন তারা। পাটের গুণগত মান নিশ্চিত হলে ন্যায্যমূল্য পাওয়ার পাশপাশি লাভের মুখ দেখবেন পঞ্চগড়ের চাষী। এমনটা আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। এবার পঞ্চগড়ে প্রায় ১৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের চাষ হয়েছে।
×