ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৫তম বিসিএস উত্তীর্ণ ১৫ প্রার্থীকে ২৪ জুলাই হাজির হওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৬, ২০ জুলাই ২০১৭

৩৫তম বিসিএস উত্তীর্ণ ১৫ প্রার্থীকে ২৪ জুলাই হাজির হওয়ার নির্দেশ

৩৫তম বিবিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে গত ১৭ এপ্রিলে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য বিভ্রাট/প্রশাসনিক কারণে ৩ জন ও গত ১৪ মে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য বিভ্রাট/প্রশাসনিক কারণে ১১ জন এবং গত ১৮ জুন জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য বিভ্রাট/প্রশাসনিক কারণে স্থগিত ১ জনসহ মোট (৩+১১+১)=১৫ প্রার্থীর সুপারিশ স্থগিত রাখা হয়েছে। ওই ১৫ প্রার্থীকে আগামী ২৪ জুলাই বেলা ১১টায় প্রার্থীদের কাছে প্রেরিত অফিস স্মারকে উল্লেখিত কাগজপত্র/ডকুমেন্টসহ কমিশন গঠিত কমিটির কাছে কর্ম কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগরস্থ প্রধান কার্যালয়ে (৭ম তলা, কক্ষ নং-৬১৪) উপস্থিত হতে নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, রেজিস্ট্রেশন নম্বর-০১৪৮৮২, ০২৬৪৬০, ০৫১৬৬১, ০৬০৯২৯, ১১০২৬৪, ১১০৬৮২, ১২৯৯২৩, ১৩৬১২৮, ৩১৩৫৬৫, ৪০২৬৩৭ ও ৭০৬০২৫=১১ প্রার্থীকে সিভিল সার্জন কর্তৃক উচ্চতা, ওজন এবং বুকের মাপের বিষয়ে প্রদত্ত সনদ কমিটির কাছে দাখিল করতে হবে। সে মতে, ওই ১১ প্রার্থী এবং অবশিষ্ট ৪ প্রার্থীর নামে বিস্তারিত বর্ণনাসহ তাদের ঠিকানায় ডাকযোগে চিঠি প্রেরণ করা হয়েছে। নির্ধারিত তারিখে উল্লেখিত কাগজপত্রসহ কমিটির কাছে উপস্থিত হতে ব্যর্থ হলে তার প্রার্থিতার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -বিজ্ঞপ্তি
×