ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউকে বাংলাদেশ বেতারের জমির দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ২০ জুলাই ২০১৭

বিএসএমএমইউকে বাংলাদেশ বেতারের জমির দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শাহবাগের বাংলাদেশ বেতারের জমি ও স্থাপনার দলিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) হস্তান্তর করেছেন। মঙ্গলবার বেলা ২টায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের হাতে উক্ত জমি ও স্থাপনার দলিল হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চীফ এস্টেট অফিসার ডাঃ এ কে এম শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিএসএমএমইউ বর্তমান প্রশাসনের বহুমুখী কার্যক্রমের ফলে দেশের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান প্রশাসনের আমলে গবেষণায় সাফল্যের কারণে ২০১৬ সালের ডিসেম্বরে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস প্রকাশিত জরিপে বাংলাদেশের ১১টি নেতৃত্বস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৫ম স্থান এবং বিশ্ব সেরার তালিকায় ৬৪০তম স্থান অধিকার করেছে এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টি। এ বিশ্ববিদ্যালয়ের ৪২টি অধিভুক্ত প্রতিষ্ঠানে ৯২টি উচ্চ শিক্ষার কোর্সে ৩৩০০ শিক্ষার্থী মেডিক্যাল শিক্ষায় স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত। শাহবাগের বাংলাদেশ বেতারের জায়গা ও স্থাপনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েকে হস্তান্তর করায় এ বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। রোগীদের কল্যাণে প্রধানমন্ত্রীর নেয়া এই জনকল্যাণমুখী পদক্ষেপে উক্ত হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতারের জমির দলিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করায় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি।
×