ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

‘মানব সেতু’তে হাঁটা সেই উপজেলা চেয়ারম্যানের জামিন বাতিল

প্রকাশিত: ০৫:৫৪, ২০ জুলাই ২০১৭

 ‘মানব সেতু’তে হাঁটা সেই উপজেলা চেয়ারম্যানের জামিন বাতিল

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে শিক্ষার্থীদের বানানো ‘মানব সেতুতে’ হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন বাতিল করেছে হাইকোর্ট। চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে চার সপ্তাহের মধ্যে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে। দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় দ-িত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করা হয়েছে। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ‘মানব সেতুতে’ হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন বাতিল করেছে হাইকোর্ট। চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে চার সপ্তাহের মধ্যে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে। এক শিক্ষার্থীর অভিভাবকের করা আবেদনে এর আগে দেয়া রুলের নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ শাহরিয়া কবির; সঙ্গে ছিলেন সারওয়ার হোসেন। আর চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর পক্ষে শুনানি করেন শ ম রেজাউল করিম। গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ ওপর দিয়ে হাঁটেন নূর হোসেন পাটোয়ারী। ওই ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। গত ১ ফেব্রুয়ারি এক অভিভাবক নূর হোসেন পাটওয়ারী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ, সদস্য আহমেদ ও আবুল বাশারের বিরুদ্ধে মামলা করেন। পরে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান যে তদন্ত প্রতিবেদন দেন, সেখানে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে চেয়ারম্যানসহ তিনজনকে দায়ী করা হয়। চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী গত ২৯ মার্চ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চাঁদপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ মামলার অভিযোগপত্র দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। জামিনের ওই আদেশ বাতিল চেয়ে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রিট আবেদন করলে গত ২৫ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে। শুনানি শেষ আদেশ আজ দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় দ-িত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ বশিরুল্লাহ। ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ বশিরুল্লাহ বলেন, ‘কার্যবিধি ৪২৬ (২) ধারা অনুযায়ী দ-িত রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই হাইকোর্টে জামিন আবেদন করেন। বুধবার সেটির শুনানি হয়েছে। আজ আদেশের জন্য রাখা হয়েছে।’ তিনি বলেন, এই ধারা অনুযায়ী আপীল বিচারাধীন থাকা অবস্থায় উচ্চ আদালতে জামিনের আবেদন করেছেন রাগিব আলী ও তার ছেলে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রায়ে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে দ-বিধি ৪৬৬ ধারায় ৬ বছর, ৪৬৮ ধারায় ৬ বছর, ৪৭১ ধারায় ১ বছর এবং ৪২০ ধারায় ১ বছর অর্থাৎ মোট ১৪ বছরের সশ্রম কারাদ- ও দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করে রায় দেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপীল করেন দ-িত রাগীব আলী ও তার ছেলে। পরে আদালত বদল হলে ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ মোঃ মফিজুর রহমান ভূঞার আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে ৯ জুলাই হাইকোর্টে আবেদন করেন পিতা-পুত্র। ২৫ জুলাই শুনানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর পরের দিন ২৮ জানুয়ারি হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আবেদন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি। ওই দিনই বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপীল বিভাগের চেম্বার আদালত। বিভিন্ন সময়ে এই স্থগিতাদেশ বাড়ানো হয়।
×