ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তনুর ঘাতকরা ১৬ মাসেও চিহ্নিত হয়নি ॥ অগ্রগতি নেই তদন্তেও

প্রকাশিত: ০৫:৫৩, ২০ জুলাই ২০১৭

তনুর ঘাতকরা ১৬ মাসেও চিহ্নিত হয়নি ॥ অগ্রগতি নেই তদন্তেও

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ জুলাই ॥ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকা-ের ১৬ মাস পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। কিন্তু এ হত্যাকা-ের সঙ্গে জড়িতরা এখনও চিহ্নিত হয়নি। ঘাতকদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। তদন্তেও কোন অগ্রগতি নেই। এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাও মুখ খুলছেন না। এসব কারণে তনু হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয়ে আছেন তনুর বাবা-মা ও পরিবারের লোকজন। বুধবার বিকেলে তনুর মা আনোয়ারা বেগম বলেন, সেনানিবাসের মতো একটি এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কারা মেরেছে দেশবাসী যা জানার তা জেনেছে, আমাদের ক্ষমতার দাপট থাকলে হয়তো চেষ্টা তদ্বির করে মেয়ে হত্যার বিচার পেতাম। তবে গরিবের জন্য আল্লাহ আছে। তিনি আরও বলেন, কার কাছে বিচার চাইব? আগে যারা আমাদের ন্যায় বিচারের আশ^াস দিয়েছিল তারাও এখন চুপচাপ, সিআইডিও এখন খবর নেয় না। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি-কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ জানান, মামলাটির তদন্ত কার্যক্রম থেমে নেই, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ মামলার বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
×